২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৫০ শতাংশ

গত অর্থবছরের (২৫ অর্থবছরের) প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল দু’ দশমিক ৫৮ শতাংশ, যা কৃষি, শিল্প ও সেবা খাতের মাঝারি পারফরম্যান্সের কারণে বৃদ্ধি পেয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
২০২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশের অর্থনীতিতে ৪ দশমিক ৫০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন
২০২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশের অর্থনীতিতে ৪ দশমিক ৫০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন |সংগৃহীত

কৃষি, শিল্প ও সেবা খাতের মাঝারি পারফরম্যান্সের কারণে চলতি অর্থবছরের (২৬ অর্থবছরের) প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বাংলাদেশের অর্থনীতি চার দশমিক ৫০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুসারে, গত অর্থবছরের (২৫ অর্থবছরের) প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল দু’ দশমিক ৫৮ শতাংশ, যা কৃষি, শিল্প ও সেবা খাতের মাঝারি পারফরম্যান্সের কারণে বৃদ্ধি পেয়েছে।

২০২৬ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়কালে শিল্প উৎপাদন ছয় দশমিক ৯৭ শতাংশে পৌঁছেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তিন দশমিক ৫৯ শতাংশ ছিল। অর্থনীতির অর্ধেকেরও বেশি অবদান রাখা পরিষেবা খাত, অর্থবছর ২০২৬-এর প্রথম প্রান্তিকে তিন দশমিক ৬৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা আগের বছরের একই প্রান্তিকে ছিল দু’ দশমিক ৯৬ শতাংশ।

তবে কৃষি খাতের প্রবৃদ্ধি ধীরগতিতে দেখা গেছে। কারণ অর্থবছর ২০২৬-এর জুলাই-সেপ্টেম্বর সময়কালে এটি দু’ দশমিক ৩০ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় বেশি।

সংশোধিত অনুমিত হিসাবে, গত অর্থবছরের (অর্থবছর-২৫) প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ছিল যথাক্রমে দু’ দশমিক ৫৮ শতাংশ, চার দশমিক ৪৪ শতাংশ, পাঁচ দশমিক ৩৩ শতাংশ এবং দু’ দশমিক ৪৭ শতাংশ।

অর্থবছর ২০২৫-এ স্থির মূল্যে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল তিন দশমিক ৭২ শতাংশ। বাসস