বছরের প্রথম ১১ দিনে রেমিট্যান্স প্রবাহ ৮১.৪ শতাংশ বৃদ্ধি

চলতি অর্থবছরের জুলাই থেকে ১১ জানুয়ারি পর্যন্ত প্রবাসীরা ১৭ হাজার ৬০১ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৪ হাজার ৫১৩ মিলিয়ন মার্কিন ডলার।

নয়া দিগন্ত অনলাইন
রেমিট্যান্স
রেমিট্যান্স |সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, জানুয়ারির প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ ৮১.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে এক হাজার ৩৩৬ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।

গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ৭৩৭ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১১ জানুয়ারি পর্যন্ত প্রবাসীরা ১৭ হাজার ৬০১ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৪ হাজার ৫১৩ মিলিয়ন মার্কিন ডলার। বাসস