ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (১ জানুয়ারি) সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিনভর সক্রিয় লেনদেনে বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
ডিএসই সূত্র জানায়, আজ ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৬৩টি প্রতিষ্ঠানের, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টি প্রতিষ্ঠানের শেয়ার।
আজ মোট এক লাখ ২০ হাজার ৩৯৯টি লেনদেনের মাধ্যমে ১১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ১৬২টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়। এতে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬৮ কোটি ১৫ লাখ ৯৮ হাজার ৫৩৭ দশমিক ৯৩ টাকা।
আজ ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৪৫ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ৪,৯১০ দশমিক ৬১ পয়েন্টে অবস্থান করছে। তবে ডিএসই-৩০ মূল্য সূচক ১৫ দশমিক ৮৮ পয়েন্ট কমে ১,৮৬৯ দশমিক ৪২ পয়েন্টে নেমে এসেছে।
অপরদিকে, ডিএসই শরীয়াহ সূচক (ডিএসইএস) পাঁচ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ১,০০৬ দশমিক ০ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২৬৩টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টি কোম্পানির শেয়ার।
লেনদেনের পরিমাণের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো– ওরিয়ন ইনফিউশন, উত্তরা ব্যাংক, সিমটেক্স, সোনালি পেপার, সিটি ব্যাংক, রহিমা ফুড, সায়হাম কটন, স্কয়ার ফার্মা, মালেক স্পিনিং এবং সামিট অ্যালায়েন্স পোর্ট।
দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে রয়েছে– এপেক্স স্পিনিং, রূপালী ব্যাংক, ইবিএল প্রথম মিউচ্যুয়াল ফান্ড, সায়হাম টেক্সটাইল, মনোস্পুল পেপার, দেশ গার্মেন্টস, এনসিসিবি প্রথম মিউচ্যুয়াল ফান্ড, ওরিয়ন ইনফিউশন, এনআরবিসি ব্যাংক ও উত্তরা ব্যাংক।
অন্যদিকে, দর কমার শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো– আরামিট লি. তুংহাই ইন্ডাস্ট্রিজ, নূরানী ডাইং, আইএফআইসি প্রথম মিউচ্যুয়াল ফান্ড, প্রথম জনতা মিউচ্যুয়াল ফান্ড, এফবিএফআইএফ, ফনিক্স ফাইন্যান্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ডিবিএইচ প্রথম মিউচ্যুয়াল ফান্ড এবং বিডি থাই ফুডস লিমিটেড। বাসস



