পুঁজিবাজারের কল্যাণে একসাথে কাজ করার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের

ইস্যু ম্যানেজমেন্ট, আন্ডাররাইটিং ও পোর্টফোলিও ম্যানেজমেন্টে বিএমবিএ’র গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
খন্দকার রাশেদ মাকসুদ
খন্দকার রাশেদ মাকসুদ |ইন্টারনেট

পুঁজিবাজারের কল্যাণে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নবনির্বাচিত নির্বাহী কমিটির সাথে অনুষ্ঠিত এক সৌজন্য বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বিএমবিএ’র সভাপতি ইফতেখার আলম, সাধারণ সম্পাদক সুমিত পোদ্দার, সহ-সভাপতি মো: মনিরুল হক ও কোষাধ্যক্ষ সৈয়দ রাশেদ হুসাইনসহ নির্বাহী কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

এ সময় বিএসইসি’র কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো: আলী আকবর, ফারজানা লালারুখ ও মো: সাইফুদ্দিনসহ কমিশনের নির্বাহী পরিচালক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে পুঁজিবাজারের উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সাক্ষাৎকালে বিএসইসি’র পক্ষ থেকে বিএমবিএ’র নব-নির্বাচিত নির্বাহী কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

বৈঠকে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, ইস্যু ম্যানেজমেন্ট, আন্ডাররাইটিং ও পোর্টফোলিও ম্যানেজমেন্টে বিএমবিএ’র গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সম্প্রতি আইপিও রুলস গেজেটে প্রকাশ ও কার্যকর হওয়ায় পুঁজিবাজারে ভালো নতুন কোম্পানি আনার সুযোগ বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএসইসি এ ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।

পাশাপাশি মার্চেন্ট ব্যাংকগুলোর সক্ষমতা, দক্ষতা ও নৈতিকতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

এ সময় বিএসইসি’র কমিশনার ফারজানা লালারুখ বলেন, প্রতিটি মার্চেন্ট ব্যাংক ও তাদের সংগঠনের তথ্য সমৃদ্ধ ওয়েবপেইজ ও ওয়েবপোর্টাল থাকা প্রয়োজন, যা বিনিয়োগকারীদের সচেতনতা বাড়াতে সহায়ক হবে।