আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ১০ কোটি ২৭ লাখ ৭৩ হাজার ১৬৩টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩০৩ কোটি ১৪ লাখ ২৭ হাজার ৫৪৭ টাকা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ২২ দশমিক ৫০ পয়েন্ট কমে চার হাজার ৮৩১ দশমিক ৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। একই সময়ে ডিএসই-৩০ সূচক নয় দশমিক ৩৫ পয়েন্ট কমে এক হাজার ৮৫৯ দশমিক ৮৬ পয়েন্টে এবং ডিএসই শরীয়াহ সূচক (ডিএসইএস) আট দশমিক ০ পয়েন্ট কমে ১,০০০ দশমিক ৮১ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ৬৯টির, কমেছে ২৫৪টির এবং অপরিবর্তিত ছিল ৬৮টি কোম্পানির শেয়ারদর।
লেনদেনের পরিমাণের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো : মুন্নু ফেব্রিক্স, খান ব্রাদার্স পিপি, সিমটেক্স, ফাইন ফুডস, তৌফিক ফুডস, ডমিনেজ স্টিল, বিএসসি, ওরিয়ন ইনফিউশন, সায়হাম কটন এবং ৫ ওয়াইবিজিটিবি।
দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো : বিডি থাই ফুড, বঙ্গজ লিমিটেড, ডিবিএইচ প্রথম মিউচ্যুয়াল ফান্ড, ওয়াটা কেমিক্যাল, রিলায়েন্স-১, প্রিমিয়ার সিমেন্ট, আনোয়ার গ্যালভানাইজিং, এনসিসি ব্যাংক প্রথম মিউচ্যুয়াল ফান্ড, প্রিমিয়ার ব্যাংক ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স।
অন্যদিকে দর কমার শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো : আরএসআরএম স্টিল, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, শ্যামপুর সুগার, নূরানী ডাইং, এস কে ট্রিমস, অ্যাপোলো ইস্পাত, নিটল ইন্স্যুরেন্স, মেঘনা পেট্রোলিয়াম, মাইডাস ফাইন্যান্স ও জেনারেশন নেক্সট। বাসস



