ঢাকা স্টক এক্সচেঞ্জে চাঙাভাব, সূচক ও লেনদেন বেড়েছে

৩৮৪টি কোম্পানির ১২ কোটি ১৫ লাখ ৭৪ হাজার ১২৩ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। লেনদেনের মোট পরিমাণ দাঁড়িয়েছে ২৯৮ কোটি ১০ লাখ ৭৪ হাজার ৪৯০ টাকায়।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা স্টক এক্সচেঞ্জ
ঢাকা স্টক এক্সচেঞ্জ |সংগৃহীত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ চাঙাভাব দেখা গেছে। ৩৮৪টি কোম্পানির ১২ কোটি ১৫ লাখ ৭৪ হাজার ১২৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। লেনদেনের মোট পরিমাণ দাঁড়িয়েছে ২৯৮ কোটি ১০ লাখ ৭৪ হাজার ৪৯০ টাকায়।

রোববার (১৬ নভেম্বর) ডিএসই ব্রডইন্ডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ২৯.৪৭ পয়েন্ট বেড়ে ৪৭৩২.১৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএস-৩০ মূল্য সূচক ৯.২৭ পয়েন্ট বেড়ে ১৮৬০.৫৩ পয়েন্টে পৌঁছেছে এবং ডিএসইএস শরীয়া সূচক (ডিএসইএস) ৮.১৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৯৮৫.১২ পয়েন্টে অবস্থান করছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৩৬টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো- তৌফিকা ফুড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সামিট অ্যালায়েন্স পোর্ট, প্রগতিশীল লাইফ ইন্স্যুরেন্স, আনোয়ার গ্যালভানাইজিং, ওরিয়ন ইনফিউশন, শাহজি বাজার পাওয়ার, সিটিব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার ও এশিয়াটিক ল্যাবরেটরিজ।

দরবৃদ্ধির শীর্ষে স্থান করছে-রানার অটো, সায়হাম কটন, স্যালভো কেমিক্যাল, আইসিবি, মুন্নু ফেব্রিক্স, আনোয়ার গ্যালভানাইজিং, সিভিওপিআরএল, সোনারগাঁও টেক্সটাইল, আইসিবি থার্ডএনআরবিমি. ফা. ও দেশ গার্মেন্টস।

দর পতনের শীর্ষে রয়েছে : শেফার্ড ইন্ডাস্ট্রিজ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ফারইস্ট নিটিং, মতিন স্পিনিং, জিকিউবল পেন, এফএএস ফাইন্যান্স, মেঘনা কনডেন্সড মিল্ক, উত্তরা ফাইন্যান্স, বে-লিজিং ও মেঘনা পেট।

ক্যাটাগরি ভিত্তিক লেনদেন : বাজার বিশ্লেষণে দেখা গেছে আজ ডিএসইতে ‘এ’ ক্যাটাগরির মধ্যে ২১০টির মধ্যে ১৩৮ কোম্পানি দর বেড়েছে, ৫৭টির কমেছে, ১৫টির দর অপরিবর্তিত রয়েছে। ‘বি’ ক্যাটাগরির ৭৭টির মধ্যে ৫১টির দর বেড়েছে, ১৮টির কমেছে, আটটির অপরিবর্তিত রয়েছে। ‘জেড’ ক্যাটাগরির ৯৭টি মধ্যে ৪৭টির দর বেড়েছে, ৩৮টির কমেছে, ১২টির অপরিবর্তিত রয়েছে।

মিউচুয়াল ফান্ড : ১৭টির দর বেড়েছে, আটটির কমেছে এবং ১০টির অপরিবর্তিত রয়েছে।

করপোরেট বন্ডের একটির দর বৃদ্ধি পেয়েছে এবং সরকারি সিকিউরিটির একটির বৃদ্ধি এবং ছয়টির হ্রাস পেয়েছে। বাসস