সূচক কমার মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে মোট এক লাখ ৫৪ হাজার ২২৩ টি ট্রেডের মাধ্যমে মোট ৩৮৯টি কোম্পানির ১৬ কোটি দু’ লাখ ৬৩ হাজার ৮৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ছিল ৪৮৫ কোটি ৮১ লাখ ৮৯ হাজার ৫৪৫ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ১০ দশমিক ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৯৫৪ দশমিক ৮৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক এক দশমিক ০৯ পয়েন্ট কমে এক হাজার ৮৮৬ দশমিক ৭৬ পয়েন্টে অবস্থান করছে। তবে ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ০ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ছয় দশমিক ৭০ পয়েন্টে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৩টির, কমেছে ১৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি।
লেনদেনের পরিমাণের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি ছিল— ওরিয়ন ইনফিউশন, উত্তরা ব্যাংক, মালেক স্পিনিং, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, সায়হাম টেক্সটাইল, সায়হাম কটন, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ও রহিমা ফুড।
দাম বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি– প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সায়হাম টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, নর্দান ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ইসলামী ব্যাংক, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সন্ধানী ইন্স্যুরেন্স, সমতা লেদার ও আরঅ্যান্ডডি ফুড।
অন্যদিকে, দাম কমার শীর্ষ ১০ কোম্পানি–আলিফ ইন্ডাস্ট্রিজ, বিচ হ্যাচারি, এস আলম কোল্ড রোল্ড, কাতালিয়া টেক্সটাইল, বিডি ওয়েল্ডিং, রিজেন্ট টেক্সটাইল, ফু-ওয়াং ফুড, বিআইএফসি, জিএসপি ফাইন্যান্স ও ওয়াই ম্যাক্স ইলেকট্রোড।



