লেনদেন কমেছে পুঁজিবাজারে

সূচকের উত্থান হয়েছে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে, দাম বেড়েছে ঢাকার বেশিভাগ কোম্পানির, তবে লেনদেন কমেছে দু’ বাজারেই।

নয়া দিগন্ত অনলাইন
লেনদেন কমেছে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে
লেনদেন কমেছে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে |ইউএনবি

টানা পাঁচ দিন পতনের পর সপ্তাহের শেষ দিনে এসে সূচকের উত্থান হয়েছে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে, দাম বেড়েছে ঢাকার বেশিভাগ কোম্পানির, তবে লেনদেন কমেছে দু’ বাজারেই।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে পতন দিয়ে লেনদেন শুরু হলেও দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২২ পয়েন্ট। বাকি দু’ সূচক শরীয়া ভিত্তিক ডিএসইএস বেড়েছে তিন এবং বাছাইকৃত কোম্পানির ব্লু-চিপ সূচক ডিএস৩০ বেড়েছে ২১ পয়েন্ট।

এ সময় লেনদেনে অংশ নেয়া ৩৯৮ কোম্পানির মধ্যে ২২২টি কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৯৯ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৭৭টি কোম্পানির শেয়ারের দাম।

‘এ’, ‘বি’ ও ‘জেড’— তিন ক্যাটাগরিতেই বেশিভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বিশেষত লভ্যাংশ দেয়া ভালো কোম্পানির এ ক্যাটাগরিতে ২১৮টি কোম্পানির মধ্যে ১৩০টি কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৫৩টি কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৩৫টি কোম্পানির শেয়ারের দাম।

ডিএসই ব্লক মার্কেটে ২২টি কোম্পানির ১৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার বিক্রি হয়েছে। ইস্টার্ন ব্যাংক সর্বোচ্চ ছয় কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।

ডিএসইতে আজ সারা দিনে ২৪৭ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা গত দিন ছিল ২৬৪ কোটি টাকা।

তাছাড়া, নয় দশমিক ৯৭ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে দেশ গার্মেন্টস এবং নয় দশমিক ৩০ শতাংশ দাম কমে তলানিতে সোশ্যাল ইসলামী ব্যাংক।

চট্টগ্রামেও উত্থান

ঢাকার মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থান হয়েছে। সার্বিক সূচক বেড়েছে ২৬ পয়েন্ট। লেনদেন হওয়া ১৮০টি কোম্পানির মধ্যে ৭৬টি কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৭৭টি কোম্পানির এবং অপরিবর্তিত আছে ২৭টি কোম্পানির শেয়ারের দাম।

সিএসইতে মোট আট কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা গত দিন ছিল ১৮ কোটি টাকা। ১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে অবস্থান করছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স। একইসাথে ১০ শতাংশের ওপর দর হারিয়ে তলানিতে প্রিমিয়ার সিমেন্ট মিলস। ইউএনবি