পুঁজিবাজারে লেনদেনের প্রথম ঘণ্টায় সূচকের উত্থান

লেনদেনে অংশ নেয়া ২১৮টি কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত আছে ৭৫টি কোম্পানির শেয়ারের দাম।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লোগো
ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লোগো |সংগৃহীত

লেনদেনের প্রথম ঘণ্টায় উত্থান হয়েছে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে, বেড়েছে বেশিভাগ কোম্পানির শেয়ারের দাম এবং সবকটি সূচক।

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪০ পয়েন্ট।

বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস বেড়েছে ১১ এবং বাছাইকৃত কোম্পানির ব্লুচিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ১৪ পয়েন্ট। লেনদেনে অংশ নেয়া ২১৮টি কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত আছে ৭৫টি কোম্পানির শেয়ারের দাম।

প্রথম ঘণ্টায় ডিএসইতে ৪০০ কোটি টাকার ওপরে শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সূচকের উত্থান হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই), সার্বিক সূচক বেড়েছে ৭২ পয়েন্ট। লেনদেনে অংশ নেয়া ১০১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫৯টি কোম্পানির, কমেছে ৩০টির এবং অপরিবর্তিত আছে ১২টি কোম্পানির শেয়ারের দাম।

প্রথম ঘণ্টায় সিএসইতে ৪ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সূত্র : ইউএনবি