দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে ২০২৬ সালে জিটুজি ভিত্তিতে অ্যারামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত চলতি বছরের সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির চতুর্থ বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
তিনি জানান, সরকার-টু-সরকার ব্যবস্থার আওতায় পেট্রোবাংলা সরাসরি অ্যারামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে এলএনজি ক্রয় করবে।
এলএনজির মূল্য নির্ধারণ করা হয়েছে জেকেএমের সাথে প্রতি এমএমবিটিইউতে অতিরিক্ত ০.১৪৫ মার্কিন ডলার।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই এলএনজি আমদানি বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সহায়ক হবে।
সূত্র : বাসস



