সপ্তাহের শেষ দিনে বড় পতন ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে

লেনদেনে অংশ নেয়া ৩৯৮ কোম্পানির মধ্যে দাম কমেছে বেশিরভাগ কোম্পানির। ৭৯ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দাম কমেছে ২৬৪ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৫১ কোম্পানির শেয়ারের দাম।

নয়া দিগন্ত অনলাইন
পুঁজিবাজার
পুঁজিবাজার |ইউএনবি

সপ্তাহের শেষ কার্যদিবসে বড় পতনের মুখে পড়েছে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজার, কমেছে সবকটি সূচক এবং বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

সারাদিনের লেনদেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৬৩ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ১৩ এবং বাছাইকৃত ব্লুচিপ কোম্পানির ডিএস-৩০ কমেছে ২৭ পয়েন্ট।

লেনদেনে অংশ নেয়া ৩৯৮ কোম্পানির মধ্যে দাম কমেছে বেশিরভাগ কোম্পানির। ৭৯ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দাম কমেছে ২৬৪ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৫১ কোম্পানির শেয়ারের দাম।

সূচক বাড়লেও ক্যাটাগরির হিসাবে এ, বি এবং জেড- ক্যাটাগরির বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম নিম্নমুখী। সর্বোচ্চ লভ্যাংশ দেয়া ভালো কোম্পানির এ ক্যাটাগরিতে ৩৮ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দাম কমেছে ১৬৫ কোম্পানির। অপরিবর্তিত আছে ১৭ কোম্পানির শেয়ারের দাম।

ব্লক মার্কেটে ৩৯ কোম্পানির ১৯ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে। ওরিয়ন ইনফিউশন সর্বোচ্চ ছয় কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।

সারাদিনে ডিএসইতে ৭০৬ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসে ছিল ৮৮৯ কোটি টাকা।

৯.৯৭ শতাংশ দাম বেড়ে ঢাকার বাজারে শীর্ষে রহিম টেক্সটাইল মিলস এবং ৭.৮৪ শতাংশের ওপর দর হারিয়ে তলানিতে আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড।

চট্টগ্রামেও পতন

ঢাকার মতোই সূচকের পতন হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই), সার্বিক সূচক কমেছে ১৬২ পয়েন্ট।

সিএসইতে লেনদেনে অংশ নেয়া ২২৩ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫৭ কোম্পানির, কমেছে ১৩৯ এবং অপরিবর্তিত আছে ২৭ কোম্পানির শেয়ারের দাম।

সারাদিনে সিএসইতে ২৫ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৫০ কোটি টাকা।

১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে রানার অটোমোবাইলস এবং ১০ শতাংশ দর হারিয়ে তলানিতে ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।

সূত্র : ইউএনবি