স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি ২০২১৯৫ টাকা

বেড়েছে রুপার দামও

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা স্বর্ণের) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
প্রতি ভরি স্বর্ণের দাম দু’ লাখ দু’ হাজার ১৯৫ টাকা নির্ধারণ
প্রতি ভরি স্বর্ণের দাম দু’ লাখ দু’ হাজার ১৯৫ টাকা নির্ধারণ |সংগৃহীত

দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারো স্বর্ণের দাম বেড়েছে, যা নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৪৬৯ টাকা বাড়ানো হয়েছে। এতে এক ভরি স্বর্ণের দাম দু’ লাখ দু’ হাজার ১৯৫ টাকা হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা স্বর্ণের) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। বুধবার (৮ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

মঙ্গলবার (৭ অক্টোবর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, সোমবার (৬ অক্টোবর) ঘোষণা দিয়ে আজ থেকে সোনার দাম বাড়ানো হয়। এতে দেশের বাজারে প্রথমবার এক ভরি স্বর্ণের দাম দু’ লাখ টাকার ঘর স্পর্শ করে। অতীতের সব রেকর্ড ভেঙে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয় দু’ লাখ ৭২৬ টাকা। এখন আবার দাম বাড়ানোর ফলে সেই রেকর্ড ভেঙে গেল।

এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে এক হাজার ৪৬৯ টাকা বাড়িয়ে দু’ লাখ দু’ হাজার ১৯৫ টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণে এক হাজার ৩৯৯ টাকা বাড়িয়ে এক লাখ ৯৩ হাজার চার টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণে এক হাজার ২০২ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৬৫ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে এক হাজার ২৭ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩৭ হাজার ৪৭২ টাকা।

স্বর্ণের দাম বাড়ানোর পাশাপাশি রুপার দামও বাড়ানো রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এক হাজার ২৬ টাকা বাড়িয়ে চার হাজার ৬৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম ৯৯১ টাকা বাড়িয়ে তিন হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৮৩৯ টাকা বাড়িয়ে দু’ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৬৩০ টাকা বাড়িয়ে দু’ হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।