বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রফতানি খাতের আর্থিক প্রক্রিয়া সহজ করতে এখন থেকে পাটজাত পণ্য রফতানির বিপরীতে ডিসকাউন্ট দাবির আবেদনগুলো বিবেচনা করবে ছাড় কমিটি।
সরকারের সাম্প্রতিক এক নির্দেশনা অনুসারে, অনুমোদিত ডিলাররা সরাসরি ছাড় কমিটির কাছে এ দাবির জন্য আবেদন জমা দিতে পারবেন।
এ আবেদনগুলো অবশ্যই বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের মাধ্যমে পাঠাতে হবে এবং নির্ধারিত সব নিয়ম ও আনুষ্ঠানিকতা মেনে চলতে হবে।
এই নতুন সিদ্ধান্ত, সার্কুলারের ১৯(৪) অনুচ্ছেদে বর্ণিত বিদ্যমান ব্যবস্থাকে আরো প্রসারিত করেছে। যেখানে তৈরি পোশাক ও চামড়াজাত পণ্যের রফতানি চালানের বিপরীতে অনুমোদিত ডিলারদের ডিসকাউন্ট দাবির আবেদন জমা দেয়ার সুযোগ আগে থেকেই রয়েছে।
সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় শিল্পের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন (বিজেএমএ) এবং বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনকে (বিজেএসএ) ছাড় কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।
অনুমোদিত ডিলারদের অবিলম্বে এই সার্কুলারের বিষয়বস্তু সংশ্লিষ্ট সকল পক্ষের নজরে আনতে নির্দেশ দেয়া হয়েছে। বাসস



