এটলাস বাংলাদেশের নিজস্ব ইলেকট্রিক মোটরসাইকেল বাজারে

এটলাস বাংলাদেশ লিমিটেড নিজস্ব ব্র্যান্ডের ইলেকট্রিক মোটরসাইকেল ‘এটলাস ইভি’ উদ্বোধন করেছে, চারটি মডেলে বাজারে আসা এই পরিবেশবান্ধব বাইক এক চার্জে ১০০-১২০ কিমি চলতে সক্ষম।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
ইলেকট্রিক মোটরসাইকেল ‘এটলাস ইভি’ উদ্বোধন অনুষ্ঠান
ইলেকট্রিক মোটরসাইকেল ‘এটলাস ইভি’ উদ্বোধন অনুষ্ঠান |নয়া দিগন্ত

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেড (এবিএল) দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে চালু করেছে তাদের নিজস্ব ব্র্যান্ডের ইলেকট্রিক মোটরসাইকেল।

বুধবার (৫ নভেম্বর) গাজীপুরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ইলেকট্রিক মোটরসাইকেল ‘এটলাস ইভি’ উদ্বোধনের মধ্য দিয়ে এই পরিবেশবান্ধব মোটরসাইকেল বাজারজাত কার্যক্রমের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো: ওবায়দুর রহমান, বিএসইসি চেয়ারম্যান মো: আনোয়ারুল আলম, এটলাস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো: আজিবর রহমান এবং ঊর্ধ্বতন কর্মকর্তা ও সারাদেশের ডিলার প্রতিনিধি।

সরকারি-বেসরকারি অংশীদারিত্বে চীনের ঝেজিয়াং লুয়ান ইলেকট্রিক ভেহিকেল কোং লিমিটেড-এর সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) বাস্তবায়নের অংশ হিসেবেই এবারে বাজারে আসছে ‘এটলাস ইভি’। এ উদ্যোগকে দেশের অটোমোবাইল শিল্পে পরিবেশবান্ধব প্রযুক্তির নতুন দিগন্ত হিসেবে দেখা হচ্ছে।

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘সরকার গ্রিন মবিলিটি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এটলাস বাংলাদেশের এই পদক্ষেপ টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে বড় ভূমিকা রাখবে।’

শিল্প মন্ত্রণালয়ের সচিব মো: ওবায়দুর রহমান বলেন, ‘রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের মাধ্যমে গুণগত ও সাশ্রয়ী ইলেকট্রিক মোটরসাইকেল বাজারে আসায় ক্রেতারা এখন আরো আস্থাশীল হবেন।’

প্রথম পর্যায়ে বাজারে এসেছে চারটি মডেল- এস-৭০, এস-৮০, এস-৯০ ও এস-১০০। এগুলোর প্রতিটিতে রয়েছে লিকুইড-কুলিং মোটর, গ্রাফিন ব্যাটারি, এএফসি অ্যান্টি-থেফট সিস্টেম, রেডিয়াল অ্যান্টি-পাংচার টায়ার ও ওয়াটার রেজিস্ট্যান্স সুবিধা। একবার চার্জে মাত্র ১৫ টাকায় ১০০-১২০ কিলোমিটার পথ অতিক্রম করা যাবে বলে জানা গেছে।

এবিএল ব্যবস্থাপনা পরিচালক মো: আজিবর রহমান জানান, উদ্বোধনী অনুষ্ঠানেই ১২০টি মোটরসাইকেল বিক্রি হয়েছে। শিগগিরই সারাদেশের ডিলার আউটলেটগুলোতে পাওয়া যাবে এই পরিবেশবান্ধব মোটরসাইকেল।