জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মধ্যে চলমান অচলাবস্থা নিরসনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ চেয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আবেদন জানানো হয়।
ব্রিফিংয়ে, কাউন্সিল ২৭ জুনের মধ্যে এনবিআর চেয়ারম্যান মো: আব্দুর রহমত খানকে অপসারণের দাবিতে তাদের আল্টিমেটাম পুনর্ব্যক্ত করে। আর যদি তা না হলে তারা ২৮ জুন থেকে সারাদেশে সকল কাস্টমস ও কর অফিসে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার হুমকি দিয়েছে।
এ আন্দোলনকে বেগবান করার অংশ হিসেবে কাউন্সিল ২৮ জুন ‘এনবিআরের অভিমুখে মার্চ’ কর্মসূচি ঘোষণা করেছে। এর মাধ্যমে সারাদেশ থেকে আন্দোলনকারীদের জড়ো করা হবে।
সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে কাউন্সিলের সভাপতি হাসান মুহাম্মদ তারেক রিকাবদার বলেন, ‘এই মুহূর্তে, এনবিআর চেয়ারম্যানকে অবিলম্বে অপসারণ ছাড়া সংস্কারের কোনো বিকল্প নেই।’
কাঠামোগত সংস্কার ও নেতৃত্ব পরিবর্তনের দাবিতে কর্মকর্তাদের চলমান বিক্ষোভ এবং কর্মবিরতির কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোতে এনবিআর পরিষেবায় মারাত্মক ব্যাঘাত হচ্ছে। ইউএনবি