যমুনা ফিউচার পার্কসহ দেশের কয়েকটি মোবাইল মার্কেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।
মঙ্গলবার (২ ডিসেম্বর) এমবিসিবির যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীরা এ তথ্য জানান।
এনইআইআর-সংক্রান্ত দাবি নিয়ে সরকারের সাথে আলোচনায় বসার অনুরোধ জানানো হলেও কোনো উদ্যোগ না নেয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সকালে ব্যবসায়ীরা জানান, দুপুর ১টায় যমুনা ফিউচার পার্কের সামনে দোকান বন্ধ রেখে মানববন্ধন অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকালের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।
মানববন্ধন সফল করতে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সংগঠনের পক্ষ থেকে।



