বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) দাবি করেছে গত নয় মাসে প্রায় এক বিলিয়ন ডলারের বিদেশী বিনিয়োগ প্রস্তাব এসেছে, যা বাংলাদেশী টাকায় ১২ হাজার কোটি টাকারও বেশি।
সংস্থাটির পাঠানো বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, গত বছর অক্টোবর থেকে চলতি বছর মার্চ পর্যন্ত দেশে প্রায় নয় হাজার কোটি টাকার বিনিয়োগ এসেছে।
এছাড়া বিডা মোট ৭৩৯টি শিল্প প্রকল্প নিবন্ধিত করেছে তার মধ্যে শতভাগ বিদেশী প্রকল্প আছে ৬৬টি, আর যৌথ বিনিয়োগ আছে ৬১টি।
এছাড়া বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ১৬টি প্রতিষ্ঠানের সাথে জমি ইজারা চুক্তি সম্পাদন করেছে, যার মধ্যে শতভাগ বিদেশী প্রকল্প রয়েছে ৬টি এবং যৌথ বিনিয়োগ রয়েছে ৩টি।
সম্প্রতি একটি শিল্প সংগঠন গত আট মাসে দেশে কোনো বিদেশি বিনিয়োগ আসেনি বলে যে মন্তব্য করেছে তার জবাবে আজ এসব তথ্য জানিয়েছে বিডা।