চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৭ অক্টোবর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ১৪ দশমিক ছয় শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এই সময় দেশে রেমিট্যান্স প্রবাহের পরিমাণ দাঁড়িয়েছে আট হাজার ২৭৮ মিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল সাত হাজার ২২৫ মিলিয়ন ডলার।
বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসের প্রথম সাত দিনে প্রবাসীরা ৬৯২ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৬৮৩ মিলিয়ন ডলার। বাসস