নভেম্বরের প্রথম ১২ দিনে রেমিট্যান্স প্রবাহ ৩৯.৬ শতাংশ বৃদ্ধি

চলতি অর্থবছরের গত জুলাই থেকে ১২ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা ১১ হাজার ৪৯৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের বছরের একই সময়ে ছিল নয় হাজার ৯০২ মিলিয়ন ডলার।

নয়া দিগন্ত অনলাইন
রেমিট্যান্স
রেমিট্যান্স |সংগৃহীত

নভেম্বরের প্রথম ১২ দিনে রেমিট্যান্স প্রবাহ ৩৯ দশমিক ছয় শতাংশ বৃদ্ধি পেয়ে এক হাজার ৩৪৬ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত সর্বশেষ তথ্যানুযায়ী, গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ৯৬৪ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের গত জুলাই থেকে ১২ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা ১১ হাজার ৪৯৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের বছরের একই সময়ে ছিল নয় হাজার ৯০২ মিলিয়ন ডলার। বাসস