শিক্ষার্থীদের অন্তর্নিহিত সৃজনশীল প্রতিভা বিকাশ, নান্দনিক চেতনা উন্মোচন এবং শিল্পমনস্ক প্রজন্ম গঠনের লক্ষ্যে আল ইহসান একাডেমিতে সম্প্রতি অত্যন্ত সুশৃঙ্খল ও বর্ণাঢ্য পরিবেশে অনুষ্ঠিত হলো আর্ট অ্যান্ড পেইন্টিং প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা একাডেমির সহশিক্ষা কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে একাডেমির বিভিন্ন শ্রেণির বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বারোপকারী এই প্রতিষ্ঠানটি আবারও প্রমাণ করল যে, সৃজনশীলতা ও শিল্পচর্চা শিক্ষার অবিচ্ছেদ্য অংশ।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে, যা পুরো পরিবেশকে করে তোলে ভাবগম্ভীর ও প্রেরণাদায়ক।
সংক্ষিপ্ত উদ্বোধনী বক্তব্যে একাডেমির সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক মজিবর রহমান হাওলাদার বলেন, “শিল্পচর্চা শিক্ষার্থীদের কেবল সৃজনশীল করে তোলে না, বরং তাদের চিন্তা-চেতনা, মূল্যবোধ ও মানবিক দৃষ্টিভঙ্গিকে সমৃদ্ধ করে। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সৃজনশীল শিক্ষার বিকল্প নেই।”
অনুষ্ঠানে প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্নেল বদরুল আলম বলেন, “আল ইহসান একাডেমির এই আর্ট অ্যান্ড পেইন্টিং কম্পিটিশনে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আজকের এই আয়োজন প্রমাণ করে যে, শিক্ষা শুধু পাঠ্যবইনির্ভর হলেই পূর্ণতা পায় না; বরং শিল্প, সাহিত্য ও সৃজনশীল চর্চার সমন্বয়েই একটি পরিপূর্ণ ও মানবিক শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে।”
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা চিত্রাঙ্কন, রঙিন চিত্র ও নানাবিধ শিল্পকর্মের মাধ্যমে তাদের কল্পনাশক্তি, অনুভূতি ও চিন্তার বহিঃপ্রকাশ ঘটায়। প্রতিযোগিতার বিষয়বস্তু হিসেবে প্রকৃতির সৌন্দর্য, দেশপ্রেম, নৈতিক শিক্ষা, সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক মূল্যবোধকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, আল ইহসান একাডেমি ইসলামি ও আধুনিক শিক্ষা সমন্বয় পাঠ্যশিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। আর্ট অ্যান্ড কম্পিটিশন তারই একটি সফল ও প্রশংসনীয় উদ্যোগ, যা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের অভিমত। আল ইহসান একাডেমি নিরাপদ, শান্ত ও ইতিবাচক পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালনা। শিক্ষার্থীদের ঈমান, আখলাক ও জ্ঞানকে শক্তিশালী করা, আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং অভিভাবক-শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে একটি দৃঢ় শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই আল ইহসান একাডেমির লক্ষ্য।”



