খুলনায় সারা লাইফস্টাইলের ১৬তম আউটলেটের সূচনা

সাশ্রয়ী মূল্যে আধুনিক ও টেকসই শীতবস্ত্র, বিশেষ করে স্টাইলিশ জ্যাকেটের জন্য সারা লাইফস্টাইল ইতোমধ্যেই দেশজুড়ে একটি নির্ভরযোগ্য নাম। দেশীয় ঐতিহ্য ও আধুনিক ট্রেন্ডের সমন্বয়ে তরুণ পেশাজীবী, শিক্ষার্থী ও পরিবারের জন্য ফ্যাশনেবল পোশাক সরবরাহে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা রাখছে।

নয়া দিগন্ত ডিজিটাল

বাংলাদেশের ফ্যাশন রিটেইল ব্র্যান্ডসারা লাইফস্টাইল খুলনায় তাদের ১৬তম আউটলেটের সফট ওপেনিং দউদযাপন করেছে। স্নোটেক্স গ্রুপের সিস্টার কনসার্ন হিসেবে ২০১৮ সালের মে মাসে যাত্রা শুরু করা সারা লাইফস্টাইল প্রতিষ্ঠা করেন স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস. এম. খালেদ। প্রতিষ্ঠানটির পরিচালক শরীফুন রেবা।

সাশ্রয়ী মূল্যে আধুনিক ও টেকসই শীতবস্ত্র, বিশেষ করে স্টাইলিশ জ্যাকেটের জন্য সারা লাইফস্টাইল ইতোমধ্যেই দেশজুড়ে একটি নির্ভরযোগ্য নাম। দেশীয় ঐতিহ্য ও আধুনিক ট্রেন্ডের সমন্বয়ে তরুণ পেশাজীবী, শিক্ষার্থী ও পরিবারের জন্য ফ্যাশনেবল পোশাক সরবরাহে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা রাখছে।

গত ২১ ডিসেম্বর রোববার অনুষ্ঠিত সফট ওপেনিং অনুষ্ঠানে স্থানীয় ক্রেতা, ফ্যাশনপ্রেমী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা লাইফস্টাইলের এজিএম ও হেড অব অপারেশন্স শাকিব আহসান, হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স ফারাজ হোসেন রুম্মান, সিনিয়র ম্যানেজার, ফ্যাশন অ্যান্ড ডিজাইন শামীম রহমান, ম্যানেজার, অপারেশন অপূর্ব ঘোষামী, ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট মোজাম্মেল হক ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কর্পোরেট এইচআর অ্যান্ড অ্যাডমিন ফাইজান আহমেদ।

খুলনার সোনাডাঙ্গায় প্লট নং–এ৪, মজিদ সরণি, খুলনা–৯০০০ ঠিকানায় অবস্থিত নতুন এই আউটলেটের মাধ্যমে খুলনাবাসীর কাছে সারা লাইফস্টাইলের জনপ্রিয় শীতবস্ত্র ও জ্যাকেট কালেকশন আরো সহজে পৌঁছে যাবে।

এ উপলক্ষে ক্রেতাদের জন্য ডিসেম্বর মাসজুড়ে সব পণ্যে ফ্ল্যাট ১৬% ছাড় ঘোষণা করা হয়েছে।

আউটলেটে পুরুষ, নারী ও শিশুদের জন্য দৈনন্দিন ব্যবহার, উৎসব ও মৌসুমি চাহিদা অনুযায়ী নানাবিধ পোশাকের বিশাল সমাহার রয়েছে। শীতকালীন ফ্যাশনে অগ্রগণ্য এই ব্র্যান্ডের কালেকশনে থাকছে শীতের জ্যাকেট হালকা থেকে ভারী সব ধরনের জ্যাকেট, যা আরাম, উষ্ণতা ও আধুনিক ডিজাইনের নিখুঁত সমন্বয় নিশ্চিত করে।

পরিবারবান্ধব কেনাকাটার অভিজ্ঞতা দিতে শিগগিরই আউটলেটে চালু করা হবে একটিকিডস প্লে জোন।

এছাড়াও সারা লাইফস্টাইলের ওয়েস্টার্ন সাব-ব্র্যান্ড “ঢেউ”–এর তরুণদের জন্য আধুনিক ও সাহসী ডিজাইনের পোশাক কালেকশনও এই আউটলেটে পাওয়া যাচ্ছে।

প্রতিষ্ঠার পর থেকে ১৬টি আউটলেট ও শক্তিশালী ই-কমার্স প্ল্যাটফর্মে সম্প্রসারণ সারা লাইফস্টাইলের গুণগত মান, সাশ্রয়ী মূল্য এবং উদ্ভাবনী ফ্যাশনের প্রতি অঙ্গীকারের প্রতিফলন।

ওয়েবসাইট: https://saralifestyle.com/

ফেসবুক: https://www.facebook.com/saralifestyle.bd/

ইনস্টাগ্রাম: https://www.instagram.com/saralifestyle.bd/

সারা লাইফস্টাইল সম্পর্কে

স্নোটেক্স গ্রুপের সিস্টার কনসার্নসারা লাইফস্টাইল দেশীয় পরিচয়কে গুরুত্ব দিয়ে বৈশ্বিক ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সাশ্রয়ী ও আধুনিক পোশাক সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। অব্যাহত সম্প্রসারণ ও গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশজুড়ে রিটেইল ফ্যাশনে নতুন দিগন্ত উন্মোচন করে চলেছে। বিজ্ঞপ্তি।