বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও পরিপূর্ণ সুস্থতা কামনায় বাংলাদেশে বসবাসরত উর্দুভাষী বিহারীদের অন্যতম সংগঠন 'বাংলাদেশ মুহাজির ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি'র উদ্যোগে রাজধানীর মিরপুর বেনারসি পল্লীর বাইতুল মামুর জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে রাজধানীর মিরপুর বেনারসি পল্লীর বাইতুল মামুর জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ-মাহফিলের পূর্বে এক সংক্ষিপ্ত বক্তৃতায় সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস শাওন উর্দুভাষীদের প্রতি বেগম খালেদা জিয়ার অকৃত্রিম দরদ ও ভালোবাসা এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম এজাজ সিদ্দিকী'র সঙ্গে বেগম খালেদা জিয়ার চমৎকার হৃদ্যতাপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে বলেন, 'দেশনেত্রী বেগম খালেদা জিয়া বরাবরই এদেশে বসবাসরত উর্দুভাষীদের ন্যায্য ও যৌক্তিক দাবি-দাওয়ার প্রতি সহানুভূতিশীল ছিলেন। আমাদের মর্যাদাপূর্ণ পুনর্বাসন ও ভোটাধিকারপ্রাপ্তির আন্দোলনেও তিনি সবসময় ইতিবাচক ছিলেন। তার পরামর্শক্রমেই প্রখ্যাত উর্দুভাষী নেতা মরহুম এজাজ সিদ্দিকী এই সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। এমনকি সংগঠনের নামটিও বেগম জিয়া দিয়েছিলেন।'
দোয়া- মাহফিলে স্থানীয় মুসল্লিদের সঙ্গে আরো উপস্থিত ছিলেন উর্দুভাষীদের নেতা সাদাকাত খান ফাক্কু, নজরুল ইসলাম, মোঃ সালাউদ্দিন, মোঃ তোফায়েল কোরাইসী , এস কে আজিম, মোঃ শুভ খাঁন রোহান, পল্লবী থানা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ জামাল হোসেন বাপ্পি, মোঃ জোবায়ের ও মোঃ গুড্ডু প্রমুখ। বিজ্ঞপ্তি



