বিইউএফটি জাতীয় কুইজ প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) সফলভাবে আয়োজন করেছে ‘এম অ্যান্ড জে গ্রুপ প্রেজেন্টস বিইউএফটি জাতীয় কুইজ কম্পিটিশন ২০২৫, পাওয়ার্ড বাই জায়ান্ট গ্রুপ’।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka City
বিইউএফটি জাতীয় কুইজ প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত
বিইউএফটি জাতীয় কুইজ প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত |নয়া দিগন্ত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) সফলভাবে আয়োজন করেছে ‘এম অ্যান্ড জে গ্রুপ প্রেজেন্টস বিইউএফটি জাতীয় কুইজ কম্পিটিশন ২০২৫, পাওয়ার্ড বাই জায়ান্ট গ্রুপ’।

বিইউএফটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর টিমের সহযোগিতায় অনুষ্ঠানটি ১০ নভেম্বর ২০২৫ তারিখ বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

বিইউএফটি’র ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিজিএমইএর সাবেক সভাপতি জনাব ফারুক হাসান, বিশেষ অতিথি ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জনাব মোহাম্মদ নাসির।

জনসংযোগ বিভাগের পরিচালক জনাব মুহাম্মদ ইমতিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফ্যাকাল্টি অব সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো: আব্দুল জলিল।

দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রথম রাউন্ডে উত্তীর্ণ ৫০০ শতাধিকের বেশি কলেজ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাটি জ্ঞান, সৃজনশীলতা ও উদ্দীপনায় ভরপুর এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে। এর মূল লক্ষ্য ছিল তরুণদের বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ সাধনে অনুপ্রাণিত করা এবং শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলা। বিইউএফটিতে আগমনের পর প্রতিযোগীরা দ্বিতীয় এমসিকিউ রাউন্ডে অংশগ্রহণ করেন। সেখান থেকে ২০টি দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। পরবর্তী বাজার রাউন্ডে ৬টি দল সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে। শেষে চারটি দল গ্র্যান্ড ফাইনালে জায়গা করে নেয়, যেখানে অনুষ্ঠিত হয় অডিও-ভিজ্যুয়াল ও র্যা পিড-ফায়ার রাউন্ড। ফাইনাল রাউন্ড শেষে সরকারি বিজ্ঞান কলেজ চ্যাম্পিয়ন, ঢাকা কলেজ ১ম রানারআপ, বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ ২য় রানারআপ এবং সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী মো: ইফতিয়াফ আহনাফ স্বচ্ছ সেরা প্রতিযোগী নির্বাচিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, কর্মকর্তা এবং সিনিয়র সাংবাদিক, যা পুরো আয়োজনকে আরো মর্যাদাপূর্ণ করে তোলে। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান, বিজয়ী ও অতিথিদের নিয়ে গ্রুপ ফটোসেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন রানওয়ে।

সহযোগিতায় ছিলো বিইউএফটি হেরিটেজ ক্লাব ও বিইউএফটি কালচারাল ক্লাব। ফুকালার, হিউ টেক বিডি, রোজারি, এস অ্যান্ড ডি কেমিক্যালস, আসুটেক্স, আরএইচ করপোরেশন, উর্মি গ্রুপ এবং রেমেক্স এর স্পন্সরশিপে ইভেন্ট পার্টনার ছিল চ্যানেল ২৪, এবং নলেজ পার্টনার ছিল লার্নআপ। মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল এটিএন বাংলা, বাংলাদেশ প্রতিদিন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দ্য ডেইলি ক্যাম্পাস, এবং রেডিও টুডে।