স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সময়মতো শনাক্তের গুরুত্ব তুলে ধরতে অক্টোবর মাসকে বিশ্বব্যাপী পালন করা হয় ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস হিসেবে। স্তন ক্যান্সার সফলভাবে মোকাবেলা করার মূল চাবিকাঠি হলো এর প্রাথমিক শনাক্তকরণ, সচেতনতা এবং যথাযথ চিকিৎসা।
দেশে প্রতি বছর স্তন ক্যান্সারে মারা যান প্রায় সাত হাজার এবং আক্রান্ত হন প্রায় ১৩ হাজার নারী। এজন্য সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। সেই উদ্যোগের ধারাবাহিকতায় সুখীতে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অফ পাবলিক হেলথের আন্তর্জাতিক স্বাস্থ্য বিভাগের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সিনিয়র ফ্যাকাল্টি ডা: হালিদা হানুম আক্তার; সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন (সিসিসিএফ)। তিনি প্রাথমিক শনাক্তকরণ এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং নির্বাহী কমিটির সদস্য ডা: আবু জামিল ফয়সাল জীবনযাপন, খাদ্যাভ্যাস এবং তামাক জাতীয় অন্যান্য পণ্য পরিহারে উৎসাহিত করেন।
বাংলাদেশ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি মেডিসিনের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: শাহানাজ চৌধুরী কমিউনিটি বিষয়ক সচেতনতা এবং ব্যবস্থাপনায় গুরুত্ব আরোপ করেন।
আলোচনাটি সফলভাবে সঞ্চালনা করেন গ্রামীণ হেলথটেক লিমিটেডের ক্লিনিক্যাল ম্যানেজার, ডা: হোসেন আল-আমিন। স্বাগত বক্তব্য দেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সমাপনী বক্তব্য রাখেন আহমেদ আরমান সিদ্দিকী, সিইও (জিএইচএল)।