স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্রাহকরা এবার তাদের এসসি মোবাইল অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর পেমেন্ট সুবিধা গ্রহণ করতে পারবেন।
ডিজিটাল অর্থনীতিকে এগিয়ে নেয়া এবং ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশে নতুন এই সুবিধা চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।
সম্প্রতি এক অনুষ্ঠানে ব্যাংকের এসসি মোবাইল অ্যাপে বাংলা কিউআর ফিচার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ডের ভারত ও দক্ষিণ এশিয়ার সিইও পি ডি সিং, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয়, চিফ টেকনোলজি অ্যান্ড অপারেশনস অফিসার খালেদ আজিজ, এবং প্রাইওরিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট হেড ফয়সাল হক।
দেশে সমন্বিত ও আন্তঃসম্পর্কিত ক্যাশলেস পেমেন্ট ইকোসিস্টেম গড়ার অংশ হিসেবে বাংলা কিউআর (কুইক রেসপন্স) কোডের মাধ্যমে লেনদেন ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ ব্যাংক।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ইতোমধ্যেই ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)-এর সাথে পুরোপুরি সংযুক্ত। এবার এর সাথে যুক্ত হলো বাংলা কিউআর সুবিধাও। ফলে ব্যাংকের গ্রাহকরা সারাদেশে ডিজিটাল লেনদেন আরো সহজভাবে করতে পারবেন।
বাংলা কিউআর পেমেন্ট ফিচারের মাধ্যমে গ্রাহকরা এসসি মোবাইল অ্যাপ ব্যবহার করে মুহূর্তের মধ্যে নিরাপদ লেনদেন করতে পারবেন। অ্যাপের মাধ্যমে মার্চেন্টের কিউআর কোড স্ক্যান করলেই দ্রুত ই-পেমেন্ট সম্পন্ন হবে।
স্থানীয় বাজার, দোকান বা রেস্তোরাঁসহ বিভিন্ন স্থানে নগদ টাকা বা কার্ড ছাড়াই কন্ট্যাক্টলেস পেমেন্টের সুবিধা পাওয়া যাবে। এই সুবিধা অ্যান্ড্রয়েড ও আইওএস দু’ প্ল্যাটফর্মেই পাওয়া যাচ্ছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অব ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং লুৎফুল হাবিব বলেন, ‘এসসি মোবাইল অ্যাপে বাংলা কিউআর ফিচার যুক্ত করার মাধ্যমে গ্রাহকরা এখন আরো সহজ ও সুবিধাজনকভাবে পেমেন্ট করতে পারবেন। গ্রাহকদের জন্য এ ধরনের সুবিধা দিতে পেরে আমরা আনন্দিত।’
‘স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ, এর ১২০ বছরের যাত্রায় দেশের ব্যাংকিং খাতে সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসায় অগ্রণী ভূমিকা পালন করে চলেছে।’ বিজ্ঞপ্তি