ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি আশরাফুল আলম দায়িত্ব পালন করছেন পেনআইটি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (পিটিটিআই)–এর অধ্যক্ষ হিসেবে। শিক্ষার্থীদের আধুনিক আইটি স্কিল শেখানো, ক্যারিয়ার গাইডলাইন প্রদান এবং স্থানীয় তরুণদের আন্তর্জাতিক মানের ফ্রিল্যান্সিং মার্কেটের জন্য প্রস্তুত করে তোলাই তার মূল লক্ষ্য।
স্কুলজীবন থেকেই তথ্যপ্রযুক্তির প্রতি আগ্রহ ছিল তার। ২০০৮ সাল থেকে ইউটিউব ভিডিও এবং বিভিন্ন ব্লগ পড়ার মাধ্যমে আইটি স্কিল শেখা শুরু। প্রযুক্তির প্রতি সেই কৌতূহলই ভবিষ্যতে তার পথ বদলে দিয়েছে।
২০১৪ সালে গ্রামের বাড়ি থেকে শহরে আসেন ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার উদ্দেশ্যে। সেই সময় থেকেই শুরু হয় পরিপূর্ণ দক্ষতা অর্জনের পথচলা। পড়াশোনার পাশাপাশি অনলাইনে কাজ শেখার আগ্রহ তাকে যুক্ত করে ফ্রিল্যান্সিং দুনিয়ার সাথে। ২০১৭ সালে আপওয়ার্কসহ বিভিন্ন মার্কেটপ্লেসে প্রোফাইল খোলেন। পাশাপাশি লিংকডইন থেকেও আউটঅফ-মার্কেটপ্লেসে কাজ পাওয়া শুরু হয় ব্যাপক হারে। শুরুটা ছিল লিড জেনারেশন ও ওয়েব রিসার্চ দিয়ে। ধীরে ধীরে নিয়মিত কাজ, ক্লায়েন্ট সন্তুষ্টি এবং পরিশ্রমের মাধ্যমে তিনি হয়ে ওঠেন সফল একজন ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সিংয়ের টাকায় সম্পূর্ণ করেন ডিপ্লোমা ইন সিভিল এবং স্নাতক।

ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি নিজেকে আরো উন্নত দক্ষতায় গড়ে তুলতে যুক্ত হন ওয়েব ডিজাইন ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) এর মতো চাহিদাসম্পন্ন ক্যাটাগরিতে। ধারাবাহিক উন্নতি ও কঠোর পরিশ্রমের ফল মিলেছে দ্রুত। বর্তমানে তিনি প্রতি মাসে গড়ে পাঁচ লাখ টাকার বেশি রেমিট্যান্স বাংলাদেশে পাঠাচ্ছেন, যা তাঁর পরিবারের আর্থিক সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ফ্রিল্যান্সিংয়ের আয় দিয়ে ইশ্বরদী, পাবনা শহরে জমি কিনেছেন, নির্মাণ করেছেন পাঁচতলা বাড়ি। পাশাপাশি কিনেছেন আরও কিছু জমি। পরিবারকে নিরাপদ ও স্থিতিশীল জীবনে নিয়ে যেতে পেরেছেন নিজের অর্জিত দক্ষতার ওপর ভরসা করে।

নিজে ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি দক্ষ যুবসমাজ গড়ে তোলার লক্ষে ইশ্বরদী, পাবনায় নিজস্ব ভবনে প্রতিষ্ঠা করেছেন পেনআইটি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (পিটিটিআই)। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, প্রধান উপদেষ্টার কার্যালযয়ের National Skills Development Authority (NSDA) কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান (অনুমোদন কোড: STP-PAB-002876)।

তিনি মনে করেন, দক্ষতা, ধৈর্য, ক্লায়েন্টের সাথে ভালো যোগাযোগ এবং শিখতে থাকার মানসিকতা একজন ফ্রিল্যান্সারের সাফল্যের মূল চাবিকাঠি।



