দি ওয়েসিস সদস্য ও তাদের পরিবারের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প এবং হেলথ কার্ড বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সহযোগিতায় এবং দি ওয়েসিস এট ইস্পাহানি কলোনির মিলনায়তনে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও করপোরেট ডিসকাউন্ট হেলথ কার্ড বিতরণ করা হয়।
এতে ৫০০ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের কিডনি সম্পর্কিত ‘এস ক্রিয়েটিনিন’ পরীক্ষা রক্তের নমুনা সংগ্রহ এবং ব্লাড প্রেশার চেক-আপসহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা দেয়া হয়। এছাড়াও ১০০ টাকায় করপোরেট ডিসকাউন্ট কার্ড দেয়া হয়।
আনুষ্ঠানিকভাবে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও করপোরেট ডিসকাউন্ট হেলথ কার্ড উদ্বোধন করেন দি ওয়েসিস সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মাসুম কামাল, ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মুহা: হাফিজুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন দি ওয়েসিস অ্যাড ইস্পাহানি কলোনির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মাদ সারোয়ার আলম, টাওয়ার প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলাম, জসীমউদ্দীন পাটোয়ারী এবং ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিপণন ও মিডিয়া) হোসাইন মোহাম্মদ দুলাল, ডা: শরিফ, ডা: নুসরাত রেজা, আব্দুল কুদ্দুস, মো: হিরো মিয়া, মো: ইমরান হোসেন, সাদ আব্দুল্লাহ, তমা, শেলী, মুক্তা আক্তার, হালিম আল রাজী, মিলন, বর্ষা অধিকারী, রুবিনা ইয়াসমিন প্রমুখ।
দি ওয়েসিস’র সভাপতি বলেন, ‘ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এ রকম মেডিক্যাল ক্যাম্পের জন্য। তবে শুধু ক্যাম্পের মধ্যে সীমাবদ্ধ না থেকে হাসপাতালে গেলে যেন সুষ্ঠু সেবা পাওয়া যায়।’
ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মুহা: হাফিজুর রহমান বলেন, ‘আমরা যেন মানুষের মাঝে স্বাস্থ্য সচেতন করতে পারি।’ বিজ্ঞপ্তি