নয়া দিগন্তের সাথে অরোরা হাসপাতালের করপোরেট চুক্তি

চুক্তি অনুযায়ী নয়া দিগন্তের সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা অরোরা হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও হাসপাতালের বেডের ওপর নির্দিষ্ট হারে ডিসকাউন্ট পাবেন।

নিজস্ব প্রতিবেদক

Location :

Dhaka City
নয়া দিগন্তের সাথে অরোরা হাসপাতালের করপোরেট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান
নয়া দিগন্তের সাথে অরোরা হাসপাতালের করপোরেট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান |নয়া দিগন্ত

রাজধানীর অরোরা হাসপাতালের সাথে নয়া দিগন্তের করপোরেট চুক্তি সই হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) নয়া দিগন্তের বোর্ডরুমে এই চুক্তিতে সই করেন নয়া দিগন্তের পক্ষে সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী এবং ম্যানেজার এইচআর ও এডমিন মো: আজহারুল ইসলাম।

অরোরা হাসপাতালের পক্ষে চুক্তিতে সই করেন অরোরা হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা: সারওয়াত জাবীন, মেডিসিন ও বাত-ব্যথা বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক ডা: মো: নাহিদুজ্জামান সাজ্জাদ, এজিএম গোলাম রাকীব, করপোরেট মার্কেটিং বিভাগের প্রধান নাজমুল হুদা।

নয়া দিগন্তের পক্ষে আরো উপস্থিত ছিলেন এমআরটি প্রধান মুসা রেজা, অনলাইন সম্পাদক মোস্তাফিজুর রহমান, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্সের ডিজিএম মো: রফিকুল ইসলাম, সার্কুলেশন ম্যানেজার মির্জা হেলালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চুক্তি অনুযায়ী নয়া দিগন্তের সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা অরোরা হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও হাসপাতালের বেডের ওপর নির্দিষ্ট হারে ডিসকাউন্ট পাবেন।

উল্লেখ্য, রাজধানীর কাকরাইলে অবস্থিত অরোরা স্পেশালইজ হাসপাতাল এখন সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এবং সাশ্রয়ী ব্যয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। হাসপাতালটির জনবান্ধব সেবা ও সাশ্রয়ী মূল্যের কারণে স্বল্প সময়ের মধ্যে দেশব্যাপী জনপ্রিয়তা অর্জনে সক্ষম হয়েছে।