বায়োজিন কসমেসিউটিক্যালসের সাভারে নতুন শাখার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো। বিশ্বমানের স্কিনকেয়ার ট্রিটমেন্ট, অথেনটিক ডার্মো কসমেটিকস ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ—সবকিছুই এখন এক ছাদের নিচে পাচ্ছেন সাভারবাসী।
শনিবার (২২ নভেম্বর) সাভারের জলেশ্বরের শিমুলতলার এম কে টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে শাখাটির উদ্বোধন করেন দেশের জনপ্রিয় তারকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় ব্যক্তিত্বরা।
অনেকে এসেছিলেন এক ছাদের নিচে উন্নত স্কিনকেয়ার ও হেয়ার কেয়ার সলিউশন ঘুরে দেখতে।
অনুষ্ঠানে যোগ দেন জনপ্রিয় তারকা ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিত্বরা—রুকাইয়া জাহান চমক, ফারজানা ইসলাম (মেক ইট আপ বাই ফারজানা ইসলাম), ইশায়া তাহসিন, আয়েশা আক্তার তৌশি (নেভার টু এক্সট্রা) ও নাজমী জান্নাত।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বায়োজিন এরই মধ্যে দেশের বিভিন্ন বয়সী নারীদের আস্থা অর্জন করেছে। স্থানীয় মানুষের ব্যাপক সাড়া ও আগ্রহ প্রমাণ করেছে যে বিশ্বমানের স্কিন ও হেয়ার কেয়ার সেবা পেতে বায়োজিন এখন একটি বিশ্বস্ত ও আস্থাভাজন ব্র্যান্ড। সাভারে বায়োজিনের নতুন শাখা বাংলাদেশের স্কিন ও হেয়ার কেয়ার সেবায় গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। একইসাথে সাভারবাসীর জন্য বিশ্বমানের স্কিন ও হেয়ার কেয়ার সেবায় বায়োজিন একটি প্রথম পছন্দের নাম। বায়োজিনের মাধ্যমে হাতের কাছে বিশ্বমানের স্কিন ও হেয়ার কেয়ার সেবা পেয়ে স্থানীয়রা অত্যন্ত আনন্দিত। উদ্বোধন উপলক্ষে বায়োজিনের নির্দিষ্ট অথেনটিক ডার্মো কসমেটিকস ও ট্রিটমেন্টে সীমিত সময়ের জন্য সর্বোচ্চ ৭০% পর্যন্ত ছাড় পাবেন গ্রাহকেরা।
অনুষ্ঠানে সাভারের স্থানীয় বাসিন্দা আয়েশা আক্তার বলেন, এতদিন বায়োজিনের ট্রিটমেন্ট নিতে হলে গাজীপুর বা মিরপুর ব্রাঞ্চে যাওয়া লাগতো। এখন বাসার কাছেই ব্রাঞ্চ হওয়ায় জার্নি না করেই ট্রিটমেন্ট নিতে পারবো।
বায়োজিনের সাভার শাখায় পাওয়া যাবে ত্বক ও চুলের সব সমস্যার নির্ভরযোগ্য সমাধান। পিগমেন্টেশন, ব্রণ, বলিরেখা, ডার্ক স্পটসহ ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে বায়োজিনে রয়েছে অথেনটিক ডার্মো কসমেটিকস ও বিশ্বমানের স্কিনকেয়ার ট্রিটমেন্ট। এছাড়া চুল পড়া ও স্ক্যাল্পের সমস্যার জন্য নিরাপদ ও সায়েন্টিফিক হেয়ার ট্রিটমেন্ট; অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে পারসোনালাইজড স্কিন ও হেয়ার কেয়ার প্ল্যান; কার্যকরী বিউটি সাপ্লিমেন্টস ও স্মার্ট লাইফস্টাইল প্রোডাক্ট সাভারসহ দেশের সব বায়োজিন ব্রাঞ্চে পাওয়া যাচ্ছে।



