ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন দেশের দুই জনপ্রিয় তারকা অভিনেতা ও মডেল তৌসিফ মাহবুব এবং তানজিন তিশা।
গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে তাদের সিগনেচার ইভেন্ট আয়োজন করা হয়। এ সময় স্টেপ ফুটওয়্যারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির।
এই উদ্যোগ ব্র্যান্ডটিকে এই প্রজন্মের সাথে আরো দৃঢ় ও ঘনিষ্ঠভাবে সংযুক্ত করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যার তাদের দশটি নতুন ও আকর্ষণীয় পণ্য উন্মোচন করেছে। এসব পণ্য ফ্যাশন ও আরামের জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। একইসাথে এই মডেল তারকাদের সংযুক্তি ব্র্যান্ডটিকে এই প্রজন্মের সাথে দৃঢ় ও ঘনিষ্ঠ করে তুলবে।
অনুষ্ঠানের উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির।
স্টেপ ফুটওয়্যার-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর করে জনপ্রিয় অভিনেতা ও মডেল তৌসিফ মাহবুব বলেন, ‘স্টেপ ফুটওয়্যার পরিবারের সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। দেশের অন্যতম শীর্ষস্থানীয় এই ব্র্যান্ড সবসময় ট্রেন্ডি, স্টাইলিশ ও আরামদায়ক পণ্য সরবরাহ করছে। আমি নিজে ২০১৪ সাল থেকে স্টেপ ফুটওয়্যারের জুতা ব্যবহার করছি। তাই এই ব্র্যান্ডের সাথে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য এক বিশেষ সম্মান।
চুক্তি স্বাক্ষর করে দেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তানজিন তিশা বলেন, ‘স্টেপ ফুটওয়্যার-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হতে পেরে আমি সত্যিই আনন্দিত। দেশের অন্যতম জনপ্রিয় এই ব্র্যান্ডটি ফ্যাশন, আরাম ও মানকে একসাথে ধারণ করে ইতোমধ্যেই ভোক্তাদের আস্থা অর্জন করেছে।’
স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, স্টেপ ফুটওয়্যার শুধু একটি ব্র্যান্ড নয়। এটি ফ্যাশন, আরাম ও গুণগত মানের প্রতীক। আমাদের লক্ষ্য প্রতিটি ভোক্তার জন্য এমন অভিজ্ঞতা সৃষ্টি করা, যা তাদের জীবনধারাকে আরো স্টাইলিশ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।
বিজ্ঞপ্তি