সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসির স্থানীয় কার্যালয়, বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণের আওতাধীন কর্পোরেট-১ শাখাগুলোর আগস্ট ২০২৫ ভিত্তিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম।
এ সময় ব্যবস্থাপনা পরিচালক শ্রেণি করা ঋণ থেকে আদায়, সিএমএসএমই ঋণ বিতরণ এবং মুনাফার লক্ষ্যমাত্রা অর্জনসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।
সভায় উপ-ব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম উপস্থিত ছিলেন। এ ছাড়াও প্রধান কার্যালয়ের আদায় বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আবু নাসের মো: মাসুদ, বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণের মহাব্যবস্থাপক তানভীর হাসনাইন মইন, ঢাকা উত্তরের মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিম, মহাব্যবস্থাপক (সিআইটিও) মো: ওয়াহিদুল ইসলাম সরকার, প্রধান আইন কর্মকর্তা মো: নজরুল ইসলাম হাওলাদার এবং আইন বিভাগ ও আদায় বিভাগ-১,২,৩ এর উপ-মহাব্যবস্থাপকবৃন্দ এবং বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণের আওতাধীন কর্পোরেট-১ শাখাগুলোর প্রধানগণ উপস্থিত ছিলেন।