রূপালী ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা

এ সময় ব্যবস্থাপনা পরিচালক শ্রেণি করা ঋণ থেকে আদায়, সিএমএসএমই ঋণ বিতরণ এবং মুনাফার লক্ষ্যমাত্রা অর্জনসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।

নয়া দিগন্ত অনলাইন
রূপালী ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা
রূপালী ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা |ছবি : নয়া দিগন্ত

সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসির স্থানীয় কার্যালয়, বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণের আওতাধীন কর্পোরেট-১ শাখাগুলোর আগস্ট ২০২৫ ভিত্তিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম।

এ সময় ব্যবস্থাপনা পরিচালক শ্রেণি করা ঋণ থেকে আদায়, সিএমএসএমই ঋণ বিতরণ এবং মুনাফার লক্ষ্যমাত্রা অর্জনসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।

সভায় উপ-ব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম উপস্থিত ছিলেন। এ ছাড়াও প্রধান কার্যালয়ের আদায় বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আবু নাসের মো: মাসুদ, বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণের মহাব্যবস্থাপক তানভীর হাসনাইন মইন, ঢাকা উত্তরের মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিম, মহাব্যবস্থাপক (সিআইটিও) মো: ওয়াহিদুল ইসলাম সরকার, প্রধান আইন কর্মকর্তা মো: নজরুল ইসলাম হাওলাদার এবং আইন বিভাগ ও আদায় বিভাগ-১,২,৩ এর উপ-মহাব্যবস্থাপকবৃন্দ এবং বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণের আওতাধীন কর্পোরেট-১ শাখাগুলোর প্রধানগণ উপস্থিত ছিলেন।