শ্রেণিকৃত ঋণ আদায়ে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে। ২০২৫ সালে শাখাটি খেলাপি ঋণ হতে আদায় করেছে ৪ হাজার কোটি টাকা; এর মধ্যে নগদে ৪৫০ কোটি টাকা এবং অবলোপনকৃত ঋণ হতে আদায় করেছে ৯ কোটি টাকা। এ উল্লেখযোগ্য অর্জন ব্যাংকের স্থানীয় কার্যালয়ের আদায় কার্যক্রমে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দিলকুশাস্থ ব্যাংকের স্থানীয় কার্যালয়ে এই সাফল্য উদযাপনে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উদ্বুদ্ধ করতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও আদায় বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাজাহান চৌধুরী।
এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আবু নাসের মোহাম্মদ মাসুদ, স্থানীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও আদায় বিভাগের প্রধান এন.এম আলী ইমামসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে বলেন, ব্যাংকের স্থানীয় কার্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ এই সাফল্য রূপালী ব্যাংকের আর্থিক শৃঙ্খলা সুদৃঢ়করণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এ অর্জনের ধারাবাহিকতা বজায় রাখতে সকল কর্মকর্তা-কর্মচারীকে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি



