রাজধানীর উত্তরা পূর্ব থানা সিটি ক্লাবের উদ্যোগে টানা ৪০ দিন ফজর ও এশার নামাজ জামাতে আদায়কারী ২০০ শিশু–কিশোরকে বাইসাইকেল পুরস্কার দেয়া হয়েছে। গত শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে উত্তরা ৪ নং সেক্টর কল্যাণ সমিতির ফুটবল মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ বাইসাইকেল বিতরণ করা হয়।
প্রধান অতিথি ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ভিসি প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। বিশেষ অতিথি ছিলেন ঢাকা–১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, ডাকসুর এজিএস মহিউদ্দিন খান, বিশিষ্ট লেখক ও অনুবাদক আলী আহমেদ মাবরূর, ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ এবং সিটি ক্লাবের সভাপতি ও সমাজসেবক জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা নুরুল ইসলাম, ৪ নং সেক্টর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মর্তুজা আলী, শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ির সাবেক প্রধান পরিচালক মিজানুর রহমান, ৪ নং সেক্টর জামে মসজিদ কমিটির সভাপতি জোয়ার্দার শাহরিয়ার কাশেম, ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঢাকা মহানগর উত্তররে মহাপরিচালক রেজাউল করিম শাকিল, সিটি ক্লাবের উপদেষ্টা মুহাম্মাদ জামালউদ্দিন, মাহবুবুল আলম, মাহফুজুর রহমান, আতিক হাসান রুবেল, জাহাঙ্গীর হোসেন,হামিদুল হক, মুজাহিদ সহ আরো অনেকে।
বক্তারা শিশু–কিশোরদের মসজিদমুখী করতে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরেন। বিজ্ঞপ্তি



