ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ১১টি খণ্ডে ঐতিহাসিক তাফসীর গ্রন্থ ‘তাফসীর ইবনে কাছীর’ প্রকাশ করেছে। ইমাম ইবনে কাছীর রহ: প্রণীত এই তাফসীর সমগ্র ইসলামী বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত এবং সালাফে সালেহীনের অনুসৃত ধারায় এটি সজ্জিত।
এই তাফসীরে আয়াতের ব্যাখ্যার ক্ষেত্রে হাদীস, সাহাবায়ে কেরাম ও তাবেঈনদের বক্তব্য এবং প্রাসঙ্গিক ঐতিহাসিক ঘটনা বিশদভাবে তুলে ধরা হয়েছে।
ইসলামী বিশ্বাস, বিধান ও শিক্ষার গভীর ব্যাখ্যা এতে স্থান পেয়েছে। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাংলায় অনূদিত ও প্রকাশিত ১১ খণ্ডে এই তাফসীর গ্রন্থটি একটি পূর্ণাঙ্গ রূপ লাভ করেছে।
বাংলা ভাষাভাষী সাধারণ মুসলিম থেকে শুরু করে আলেম-ওলামা, গবেষক ও শিক্ষার্থীদের জন্য এটি একটি নির্ভরযোগ্য সূত্র। আয়াতের সঠিক প্রেক্ষাপট, ভাষাগত ব্যাখ্যা, এবং নবী করিম সা:-এর জীবনঘনিষ্ঠ ঘটনা এতে এমনভাবে উপস্থাপিত হয়েছে, যা পাঠককে কোরআনের গভীরতর অর্থ অনুধাবনে সহায়তা করবে।
বর্তমান সময়ে বিভ্রান্তিকর মতবাদ ও অপব্যাখ্যার ভিড়ে ‘তাফসীর ইবনে কাছীর’ মুসলিম উম্মাহকে সঠিক দিকনির্দেশনা দিতে পারবে বলে আশা প্রকাশ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কর্তৃক এমন গ্রন্থ প্রকাশ নিঃসন্দেহে একটি সময়োপযোগী উদ্যোগ।
কোরআনের মর্মার্থ জানতে আগ্রহী পাঠকদের জন্য এটি হতে পারে আলোর পথের দিশা। এই গ্রন্থটি এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে সংগ্রহ করার সুযোগ রয়েছে। বিশ্বস্ত ইসলামী অনলাইন বুকশপ ইসলামিক বণিক ডটকম-এ বইটি অর্ডার করা যাবে।
ওয়েবসাইট: www.islamicbonik.com। একইসাথে বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করা যাবে এই নম্বরে: ০১৭১৯-৩০১৮২৭। এ ছাড়া ইউটিউবে এই মোবাইল নম্বর দিয়ে সার্চ করলেও ইসলামী বইয়ের বিভিন্ন তথ্য পাওয়া যাবে।