সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসির ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে আগস্ট ২০২৫ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা ’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) মতিঝিলস্থ রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম।
বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণ কর্তৃক আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী।
এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ঢাকা দক্ষিণ বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক তানভীর হাসনাইন মইন। এ সময় আরবিটিএর প্রিন্সিপাল মো: নোমান মিয়া, আদায় বিভাগের উপ-মহাব্যকবস্থাপক মো: মাকছুদুর রহমান ও মো: মাহমুদুল ইসলামসহ বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার, শাখা ব্যবস্থাপক এবং উপশাখার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।