যুক্তরাজ্যে অনুষ্ঠিত লাইট এয়ারক্রাফট ডিজাইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের একমাত্র অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস সংক্রান্ত সরকারি বিশ্ববিদ্যালয় ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশ’ (এএইউবি)।
সোমবার (১০ নভেম্বর) চলতি বছরের বার্ষিক কনফারেন্সে এ ফলাফল ঘোষণা করা হয়।
যুক্তরাজ্যের রয়্যাল অ্যারোনটিকাল সোসাইটি (আরএএস) আয়োজিত আন্তর্জাতিক লাইট এয়ারক্রাফট ডিজাইন প্রতিযোগিতায় ৩৫টি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রতিযোগী দল অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় সব বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান ও দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি। এটিই প্রথমবারের মতো আন্তর্জাতিক বিমান ডিজাইন প্রতিযোগিতায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগী দলের প্রথম স্থান অর্জন।
রয়্যাল অ্যারোনটিকাল সোসাইটি (আরএইএস) যুক্তরাজ্যে অবস্থিত অ্যারোস্পেস ও অ্যাভিয়েশন সংশ্লিষ্ট বিশ্বের একমাত্র প্রফেশনাল সোসাইটি এবং এর সার্বিক ব্যবস্থাপনায় প্রতি বছর লাইট এয়ারক্রাফট ডিজাইন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চলতি বছরের প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল প্রথমত ছয়-আটজন যাত্রী বহনে সক্ষম একটি উভচর বিমান ডিজাইন করা যা স্থল ও পানি, উভয় স্থান থেকে উড্ডয়ন ও অবতরণ করতে পারে এবং দ্বিতীয়ত বিমানটির পূর্ণাঙ্গ মৌলিক নকশা সম্পন্ন করা।
রয়্যাল অ্যারোনটিকাল সোসাইটি (আরএইএস) ১০ নভেম্বর যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত চলতি বছরের বার্ষিক কনফারেন্সে সরাসরি প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করে। ফলাফল ঘোষণার পরপরই সেসনা, বোয়িং, এয়ারবাসসহ বিশ্বের অন্য এয়ারক্রাফট প্রস্তুতকারী কোম্পানি ও শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিশিয়ানদের সামনে এয়ারক্রাফটের ডিজাইন ও ইঞ্জিনিয়ারিং দিকগুলো উপস্থাপন করা হয়।
এএইউবি’র ‘বিহঙ্গ’ দলের ফ্যাকাল্টি অ্যাডভাইজার গ্রুপ ক্যাপ্টেন ড. সাইফুর রহমান বকাউল ও একই বিভাগের শিক্ষার্থী মো: রেদোয়ান হাসান ও নুসরাত বিনতে আলম নিজেদের ডিজাইনকৃত এয়ারক্রাফটের বিশেষত্ব, ইঞ্জিনিয়ারিং দিকগুলো যেমন- অ্যারোডায়নামিক্স, প্রপালশান, স্ট্যাবিলিটি, অ্যাভিওনিক্স, পারফরম্যান্স ও মিশন প্রোফাইল উপস্থাপন করেন।
উপস্থাপনায় প্রতিযোগিতার জন্য ডিজাইনকৃত এয়ারক্রাফটি ব্যবহার করে কিভাবে আকাশ থেকে কোরাল সিডিংয়ের মাধ্যমে কোরাল রিফ পুনরুদ্ধার ও জীববৈচিত্রের পুনরূজ্জীবনে ভূমিকা রাখা যায়, তার সচিত্র বিবরণ উপস্থাপন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভিসি এ অসাধারণ অর্জনের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, ‘এ অর্জন অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে।’
উল্লেখ্য, এএইউবি’র লাইট এয়ারক্রাফ্ট ডিজাইনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি ও সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিজ্ঞপ্তি



