ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

ডিজিটাল মিডিয়া ফোরামের (ডিএমএফ) উদ্যোগে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka City
ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠিত |নয়া দিগন্ত

ডিজিটাল মিডিয়া ফোরামের (ডিএমএফ) উদ্যোগে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সাংবাদিকতা, উদ্ভাবন ও মিডিয়ার সৃজনশীলতায় অসামান্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হয়।

ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র পরিচালক ড. রাশিদ আহমেদ হোসাইনি, প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান পিয়াস, জিটিভির হেড অব মার্কেটিং ও ইএমএমএ সেক্রেটারি জেনারেল, মো: ফেরদৌস নাঈম পরাগ, মোহনা টিভির সিইও, হেড অব মার্কেটিং এবং ইএমএমএ প্রেসিডেন্ট তসলিম চৌধুরী ও লুমিনাস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রাকিব হোসেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর ডিজিটাল মার্কেটিং বিভাগের ম্যানেজার ও ডিএমএফ’র সাধারণ সম্পাদক রায়হান রবিন বলেন, ‘ডিএমএফের এই আয়োজনের মূল উদ্দেশ্য ডিজিটাল সাংবাদিকতার নতুন প্রজন্মকে উৎসাহিত করা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে পেশাদারিত্ব ও উদ্ভাবনের মান উন্নয়ন করা।’

এ সময় উপস্থিত ছিলেন ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’-এর জুরি বোর্ডের সদস্যরা।

সংগঠনের সভাপতি ও দ্য বাংলাদেশ টাইমসের ম্যানেজার মো: দেলোয়ার হোসেন বলেন, ‘নতুন প্রজন্মকে ডিজিটাল সাংবাদিকতা ও উদ্ভাবনে উৎসাহিত করা, যুগের সাথে তাল মিলিয়ে গণমাধ্যমকে আরো এগিয়ে নেয়া এবং সমাজে ইতিবাচক অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেয়াই এই আয়োজনের লক্ষ্য। সাংবাদিকতা পেশাকে আরো শক্তিশালী করা এবং বাংলাদেশের ডিজিটাল মিডিয়ার সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরাই ডিএমএফ’র মূল উদ্দেশ্য।’

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দ্য বিজনেস ডেইলির হেড অব অপারেশনস ডা: তৃণা ইসলাম ও যমুনা টেলিভিশনের সিনিয়র প্রেজেন্টার ফয়সাল তিতুমীর।