বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচন ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে জয়ী হতে বায়রার ‘চির প্রতিদ্বন্দ্বী’ দুটি প্যানেল তাদের সদস্যদের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করে দ্বারে দ্বারে যাচ্ছেন। একই সাথে দুটি প্যানেলের সদস্যরাই নির্বাচিত হলে সদস্যদের জন্য নতুন শ্রমবাজার খোলার পাশাপাশি আর কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন তা-ও উল্লেখ করে বক্তব্য দিচ্ছেন।
গত সোমবার রাতে “বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্ট” এর ব্যানারে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্টের প্যানেল প্রধান সভাপতি পদপ্রার্থী এম. এ. এইচ সেলিম ও মহাসচিব পদপ্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলামসহ প্যানেলের অন্য সদস্য ও আগত সমর্থকরা বক্তব্য দেন।
“সিন্ডিকেট মুক্ত বায়রা গড়ি, সম্মানের সাথে নিজ লাইসেন্সে ব্যবসা করি” এই স্লোগান সামনে রেখে বক্তারা এবার বায়রাকে সিন্ডিকেট মুক্ত রাখার বিষয়ের উপর বেশী জোর দিয়ে বক্তব্য রাখেন।
প্যানেল প্রধান সভাপতি এম এ এইচ সেলিম নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে অঙ্গীকার করান, আমাদের প্যানেল নির্বাচিত হলে কোনো সদস্যই মালয়েশিয়াসহ কোনো শ্রমবাজারেই সিন্ডিকেটে সম্পৃত্ত হতে পারবেন না। জড়িত থাকার কথা কেউ উচ্চারণ করলেই তাকে তার পদ থেকে রিজাইন দিয়ে চলে যেতে হবে। তার কথায় সবাই দু’হাত তুলে অঙ্গীকার করেন, আমরা কেউ সিন্ডিকেটে থাকবো তো দুরের কথা, কোনোদিন মুখেও আনবো না। আমরা সদস্যদের কল্যাণে কাজ করবো।
মতবিনিময় সভায় মহাসচিব পদপ্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম প্যানেল সদস্যদের পরিচিতি করানোর সময় বলেন, আমাকে সিন্ডিকেটের সদস্যরা তাদের দলে নিতে অনেক ধরনের টোপ দিয়েছেন। তাদের কথায় না শোনায় তারা সিন্ডিকেটের সদস্যরা পরিকল্পিভাবে আমার ওপর ঢাকা রিপোটাার্স ইউনিটিতে হামলা চালিয়েছে।
তিনি বলেন, আমাদের প্যানেল নির্বাচিত হলে আমরা বায়রার সকল সদস্যর জন্য ব্যবসা উম্মুক্ত করবো ইনশাহআল্লাহ। এরআগে প্যানেল ও সাধারণ সদস্যদের পক্ষ থেকে রিয়াজ উল ইসলাম, কাজী সাখাওয়াত হোসেন লিন্টু, আকবর হোসেন মজ্ঞু, আমির হোসেন ভ’ইয়া, মুহাম্মদ আব্দুল কাদের, মো: আনোয়ার হোসেন, মাসুমা আক্তার, মো: জাহাঙ্গীর হোসেন, সাইদুল ইসলাম, মো: আজাদুর রহমান, মোহাম্মদ আলী, ড. এম আসাদুজ্জামানসহ ২৭ সদস্যর জীবন বৃত্তান্তসহ পরিচয় করিয়ে দেয়া হয়।
অনুষ্ঠানে বায়রার সাড়ে ৮’শ মেম্বার উপস্থিত থেকে সিন্ডিকেট বিরোধী পূর্ণ প্যানেলকে নির্বাচিত করতে হাত তুলে অঙ্গীকার করেন।



