দেশে গেমারদের জন্য এলো ইনফিনিক্স জিটি ৩০ প্রো

জিটি ৩০ প্রো-তে রয়েছে শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ চিপসেট, যা গেমিংয়ের সময় নিশ্চিত করে সারাদিন ধরে ফুল ফ্রেম রেটে নিরবিচ্ছিন্ন পারফরম্যান্স।

নয়া দিগন্ত অনলাইন
জিটি সিরিজের স্মার্টফোন- জিটি ৩০ প্রো
জিটি সিরিজের স্মার্টফোন- জিটি ৩০ প্রো |সংগৃহীত

দেশের গেমিং ও ইস্পোর্টস জগতে নতুন মাত্রা যোগ করতে ইনফিনিক্স বাজারে নিয়ে এলো তাদের প্রথম জিটি সিরিজের স্মার্টফোন- জিটি ৩০ প্রো। তরুণ গেমারদের চাহিদা মাথায় রেখে এতে যোগ করা হয়েছে হাই-অ্যান্ড ফিচার, শক্তিশালী পারফরম্যান্স ও আধুনিক ডিজাইন।

জিটি ৩০ প্রো-তে রয়েছে শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ চিপসেট, যা গেমিংয়ের সময় নিশ্চিত করে সারাদিন ধরে ফুল ফ্রেম রেটে নিরবিচ্ছিন্ন পারফরম্যান্স। দীর্ঘ সময় ধরে গেম খেললেও যেন ফোন গরম না হয় বা পারফরম্যান্সে ল্যাগ না আসে, সে জন্য এতে ব্যবহৃত হয়েছে উন্নত ৩ডি ভ্যাপর কুলিং সিস্টেম। গেমারদের আরো সুবিধা দিতে যুক্ত করা হয়েছে জিটি ট্রিগার- ফোনের পাশে থাকা বিশেষ টাচ বাটন, যা দ্রুত রেসপন্স দিয়ে গেমিং অভিজ্ঞতাকে করে তোলে আরো স্বচ্ছন্দ ও প্রতিযোগিতাপূর্ণ।

গেমার ও হেভি ইউজারদের জন্য এতে রয়েছে ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে ও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, যা দীর্ঘসময় ব্যবহারে চোখের ওপর চাপ কমায় এবং গেমিং ও ভিডিওতে মসৃণ ভিজ্যুয়াল নিশ্চিত করে। উন্নত সাউন্ডের জন্য থাকছে জেবিএল টিউনড ডুয়াল স্পিকার, যা গেম, মুভি কিংবা মিউজিক- সব ক্ষেত্রেই প্রিমিয়াম অডিও এক্সপেরিয়েন্স দেয়।

চার্জিং প্রযুক্তিতেও এসেছে অভিনবত্ব। এতে রয়েছে ৩০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং ও বাইপাস চার্জিং ২.০ প্রযুক্তি, যা ফোন গরম না রেখেই দ্রুত চার্জ নিশ্চিত করে, বিশেষ করে গেম খেলার সময় এটি অত্যন্ত কার্যকর।

ছবিপ্রেমীদের জন্য ফোনটিতে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা- যা দিয়ে যেকোনো মুহূর্তের ছবি তোলা যাবে স্পষ্ট ও প্রাণবন্তভাবে। এছাড়া আরো আছে সুপার ওয়াইফাই ২.০, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও রিমোট কন্ট্রোল ফিচার।

ফোনটি পাওয়া যাবে তিনটি স্টাইলিশ রঙে- শ্যাডো অ্যাশ, ব্লেড হোয়াইট ও ডার্ক ফ্লেয়ার। এর মধ্যে ডার্ক ফ্লেয়ার হলো গেমিং মাস্টার এডিশন, যা গেমারদের জন্য বাড়তি সুবিধা নিয়ে এসেছে। এতে থাকছে আরজিবি লাইটিং, ম্যাগচার্জ কুলার ও ম্যাগকেস। ম্যাগচার্জ কুলার গেম খেলার সময় ফোনকে ঠান্ডা রাখে এবং একইসাথে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধাও দেয়। মজার ব্যাপার হলো, চার্জিং শুরু হলে ফোনে একটি বিশেষ অ্যানিমেশন দেখা যায় এবং চালু হয় ‘ড্রাকো মোড’, যা গেমিং অভিজ্ঞতায় যুক্ত করে বাড়তি রোমাঞ্চ।

এই ফোনটিকে ২০২৫ সালের পাবজি মোবাইল গ্লোবাল টুর্নামেন্ট-এর অফিসিয়াল গেমিং ডিভাইস হিসেবে ঘোষণা করা হয়েছিল। আর বাংলাদেশে এখন চলছে পিএমসিসি ২০২৫ টুর্নামেন্টের রেজিস্ট্রেশন, যেখানে দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।

ইনফিনিক্স জিটি ৩০ প্রো-এর দাম ৩৯ হাজার ৯৯৯ টাকা, আর ম্যাগচার্জ কুলারসহ পুরো প্যাকেজের দাম ৪১ হাজার ৯৯৯ টাকা। পারফরম্যান্সে দু’টি ভার্সনেই মিল, পার্থক্য শুধু ডিজাইন আর এক্সেসরিজে।

বিজ্ঞপ্তি