ডিআরইউ ও অরোরা হাসপাতালের মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষরিত

এ চুক্তির আওতায় ডিআরইউ সদস্য ও সদস্য পরিবার সেবা গ্রহণ করতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক
ডিআরইউ ও অরোরা হাসপাতালের মধ্যে করপোরেট চুক্তি
ডিআরইউ ও অরোরা হাসপাতালের মধ্যে করপোরেট চুক্তি |সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও অরোরা স্পেশালাইজড হসপিটালের মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (৩০ জুন) বিকেল ৪টায় অরোরা স্পেশালাইজড হাসপিটালের বোর্ড রুমে এ চুক্তি অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

এ চিকিৎসাসেবা চুক্তিতে অরোরা স্পেশালাইজড হসপিটালের পক্ষে স্বাক্ষর করেন ম্যানেজিং ডিরেক্টর ডা: সারওয়াত জাবীন, মেডিসিন ও রিউমাটোলোজি বিভাগের কনসালটেন্ট সহযোগী অধ্যাপক ডা: নাহিদুজ্জামান সাজ্জাদ, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার গোলাম রাকীব এবং করপোরেট মার্কেটিং বিভাগের প্রধান নাজমুল হুদা।

ডিআরইউ’র পক্ষে স্বাক্ষর করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও কল্যাণ সম্পাদক রফিক মৃধা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউ’র সভাপতি আবু সালেহ আকন, সহ-সভাপতি গাযী আনোয়ার, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো: বোরহান উদ্দীন (দায়িত্বপ্রাপ্ত), কার্যনির্বাহী সদস্য সুমন চৌধুরী, অরোরা স্পেশালাইজড হসপিটালের ডিরেক্টর সুপারভিশন মো: হাফিজুর রহমান, করপোরেট মার্কেটিং বিভাগের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

ডিআরইউ সদস্য ও সদস্য পরিবার এ চুক্তির আওতায় সেবা গ্রহণ করতে পারবেন।

সেবাগুলো হলো :

ক. সকল ধরনের প্যাথলজি পরীক্ষার ওপর ৪০ শতাংশ ছাড়।

খ. সকল ধরনের রেডিওলজিক্যাল এবং ইমেজিং পরীক্ষার ওপর ৩৫ শতাংশ ছাড়।

গ. সকল ধরনের বাংলাদেশী ঔষধের ওপর পাঁচ শতাংশ ছাড়।

ঘ. ইনডোর বেড ভাড়ার ওপর ১০ শতাংশ ছাড়।

ঙ. ফিজিওথেরাপি পরিষেবার ওপর ১০ শতাংশ ছাড়।

উল্লেখ্য, রাজধানীর কাকরাইলে অবস্থিত অরোরা স্পেশালইজ হাসপাতাল এখন সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ এবং সাশ্রয়ী ব্যয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। যা খুব কম সময়ের মধ্যে দেশব্যাপী জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে।