রূপালী ব্যাংক পিএলসি’র আয়োজনে BAMLCO সম্মেলন ২০২৫ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) ব্যাংকের ফরিদপুর বিভাগীয় কার্যালয়ে দিনব্যাপী এ সম্মেলন আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর যুগ্ম পরিচালক মো. মাহমুদুল হক ভূঁইয়া।
অনুষ্ঠানে ব্যাংকের মহাব্যবস্থাপক ও ফরিদপুর বিভাগীয় প্রধান মো. আবুল হাসান এবং উপ-মহাব্যবস্থাপক ও Deputy BAMLCO মাছুদা আক্তার, ৩৫টি শাখার শাখা ব্যবস্থাপক ও BAMLCO শাখার মানি লন্ডারিং সংক্রান্ত কর্মকর্তা ও ৩টি উপ-শাখার ইনচার্জসহ সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



