জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উপলক্ষে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেল দেশের শীর্ষস্থানীয় দাতব্য প্রতিষ্ঠান ‘মাস্তুল ফাউন্ডেশন’। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল— "প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়।"
শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত সমাজসেবা অধিদপ্তরের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমানের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, অতিরিক্ত সচিব মোঃ কামাল উদ্দিন বিশ্বাস, অতিরিক্ত সচিব নার্গিস খানম ও অতিরিক্ত সচিব বিজয় কৃষ্ণ দেবনাথ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সাইদুর রহমান খান।
মাস্তুল ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত একটি জাতীয় পর্যায়ের দাতব্য প্রতিষ্ঠান। দীর্ঘ সময় ধরে দেশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও মাস্তুল ফাউন্ডেশন তাদের মানবিক কার্যক্রম বিস্তার করেছে। বিশেষ করে ফিলিস্তিনের গাজা এবং সুদানে যুদ্ধবিধ্বস্ত ও অসহায় মানুষের জন্য নিয়মিত জরুরি ত্রাণ সহায়তা ও দাতব্য কার্যক্রম পরিচালনা করে আসছে সংস্থাটি, যা অনুষ্ঠানে বিশেষভাবে প্রশংসিত হয়।
সম্মাননা প্রাপ্তির পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান বলেন, আমাদের সকল কার্যক্রম মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্যই নিবেদিত। যারা যাকাত ও সাদাকা দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন, মহান আল্লাহ তাদের দান কবুল করুন। এই সম্মাননা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আমাদের জন্য সবাই দোয়া করবেন।
জাতীয় সমাজসেবা দিবসের এই আয়োজনে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



