ব্রিটিশ কাউন্সিলে স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস’র আবেদন শুরু

আবেদনের শেষ তারিখ ১৬ অক্টোবর ২০২৫। ডিসেম্বর ২০২৫-এ বাংলাদেশের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে, আর বৈশ্বিক বিজয়ীদের নাম আগস্ট ২০২৬-এ ঘোষণা করা হবে।

নয়া দিগন্ত অনলাইন
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস'র দ্বাদশ আসর
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস'র দ্বাদশ আসর |নয়া দিগন্ত

যুক্তরাজ্যের সাংস্কৃতিক সম্পর্ক ও শিক্ষা সম্ভাবনার আন্তর্জাতিক প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিল বহুল পরিচিত স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস-এর দ্বাদশ আসরের জন্য আবেদন আহ্বান করেছে। এই পুরস্কারটি যারা যুক্তরাজ্যে অর্জিত শিক্ষা কাজে লাগিয়ে তাদের কমিউনিটি, শিল্পখাত ও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের উদ্দেশে ঘোষণা করা হয়েছে।

চারটি বিভাগে অসাধারণ সাফল্য পেলে স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস-এর জন্য আবেদন করা যায়। সেগুলো হল বিজ্ঞান ও টেকসই উন্নয়ন; সংস্কৃতি, সৃজনশীলতা ও ক্রীড়া; সামাজিক উদ্যোগ; এবং ব্যবসা ও উদ্ভাবন।

যোগ্য আবেদনকারীরা জাতীয় ও বৈশ্বিক উভয় পর্যায়েই প্রতিযোগিতা করতে পারবেন। ব্রিটিশ কাউন্সিলের বিচারকমণ্ডলীর সদস্যরা ২৮ জন বৈশ্বিক চূড়ান্ত প্রতিযোগীর মধ্যে থেকে চারজনকে বৈশ্বিক বিজয়ী হিসেবে নির্বাচন করবেন। বৈশ্বিক অ্যালামনাই অ্যাওয়ার্ড বিজয়ীরা আন্তর্জাতিক স্তরে তাদের পরিচিতি বৃদ্ধি, পেশাদার নেটওয়ার্ক সম্প্রসারণ ও ক্যারিয়ার উন্নয়নের জন্য যুক্তরাজ্যে একটি বিশেষ নেটওয়ার্কিং সফরের সুযোগ পাবেন। পাশাপাশি, বাংলাদেশে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগীদের সম্মান জানিয়ে একটি জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হবে।

আবেদনের শেষ তারিখ ১৬ অক্টোবর ২০২৫। ডিসেম্বর ২০২৫-এ বাংলাদেশের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে, আর বৈশ্বিক বিজয়ীদের নাম আগস্ট ২০২৬-এ ঘোষণা করা হবে এবং তাদের অসাধারণ সাফল্যের গল্প ডিজিটাল প্রচারণার মাধ্যমে তুলে ধরা হবে।

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস-২০২৬ সম্পর্কে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, ‘স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস হলো যুক্তরাজ্যে পড়াশোনা করা প্রাক্তন শিক্ষার্থীদের জন্য নিজ দেশের প্রতি তাদের কাজ ও অবদান প্রদর্শনের এক অনন্য সুযোগ। যুক্তরাজ্যের শিক্ষা কিভাবে বিশ্বজুড়ে স্থায়ী প্রভাব রাখে তার একটি প্রতিফলন এই অ্যাওয়ার্ড। বিশেষত বিজ্ঞান ও টেকসই উন্নয়ন, সংস্কৃতি, সৃজনশীলতা ও ক্রীড়া, সামাজিক উদ্যোগ এবং ব্যবসা ও উদ্ভাবন খাতে যে অবদান তারা রাখছেন তা সত্যি অনুপ্রেরণাদায়ক। আমি বিশ্বাস করি অ্যালামনাই অ্যাওয়ার্ডসে অংশগ্রহণের এই সুযোগটি গ্রহণ করলে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের সাফল্যের যাত্রা নিয়ে গর্ব ও আত্মবিশ্বাস অনুভব করবেন এবং পরবর্তী প্রজন্মকেও তাদের লক্ষ্যে এগিয়ে যেতে ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রাণিত করবেন।’

এ পুরস্কারে গত বছর ১০০টি দেশের আন্তর্জাতিক ইউকে অ্যালামনাই-এর কাছ থেকে প্রায় ১৩০০টির বেশি আবেদন জমা পড়েছিল। স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডসের একাদশ আসর অত্যন্ত সফল ছিল। জাতীয় অনুষ্ঠানটি ঢাকায় এ বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়েছে যেখানে দেশের বিভিন্ন ক্ষেত্র থেকে আগত বিজয়ী ও চূড়ান্ত প্রতিযোগীদের সাফল্যকে উদযাপন করা হয়। এই সাফল্যের ধারাবাহিকতায় ব্রিটিশ কাউন্সিল দ্বাদশ (১২তম) আসরের জন্য পুনরায় আবেদন আহ্বান জানাচ্ছে, যার লক্ষ্য প্রাক্তন শিক্ষার্থীদের সম্মান করা-যারা শিল্পকে রূপদান করছেন, উদ্ভাবন এগিয়ে নিচ্ছেন এবং সমাজে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলছেন।

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস আন্তর্জাতিক পর্যায়ে যুক্তরাজ্যে পড়াশোনা করা প্রাক্তন শিক্ষার্থীদের অর্জন প্রদর্শনের এক অনন্য প্ল্যাটফর্ম। বিজয়ীরা বিশ্বব্যাপী সংবাদ ও ডিজিটাল প্রচারণার মাধ্যমে আন্তর্জাতিক প্রোফাইল পাঠাতে পারবেন, পেশাগত নেটওয়ার্ক ও ব্যবসায়িক সম্পর্ক বিস্তৃত করতে পারবেন ও যুক্তরাজ্যে একটি বিশেষ পেশাগত নেটওয়ার্কিং সফরে অংশগ্রহণের সুযোগ পাবেন।

আবেদনের বিস্তারিত, বিভাগ, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার শর্তাবলি জানতে ভিজিট করুন : https://www.britishcouncil.in/study-uk/alumni-awards/