তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মোহাম্মদপুর শাখায় গার্লস অ্যান্ড প্রি-হিফয সেকশনের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ আগস্ট) বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রখ্যাত আলেমে দ্বীন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সোবহানবাগ জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ ওয়ালী উল্লাহ।
এতে প্রধান বক্তা ছিলেন- তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মুহতারাম ড. মীম আতিকুল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর আ ন ম রাশেদুল ইসলাম সায়েম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান গার্ডেন সিটি জামে মসজিদের খতিব মাওলানা ফখরুজ্জামান খাঁন, মিসবাহুল উলুম কামিল মাদরাসার মুহাদ্দিস ও মিরপুর বায়তুল ফাত্তাহ সাদা মসজিদের সম্মানিত খতিব মীর হোসাইন আল আজহারী, ডিরেক্টর জনাব সায়্যেদুর রহমান।
অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী রুহুল আমিন, রেজাউল করীম সুজন, মোহাম্মদপুর শাখার প্রধান কাজী মো: ইলিয়াছ, গার্লস শাখা প্রধান মো: আবদুল কুদ্দুস মাখন ও শাখা সহকারী জাবের হোসাইন, শিক্ষক/শিক্ষিকা, স্টাফ ও অভিভাবকবৃন্দ।
আয়োজিত অনুষ্ঠানে চার ক্যাটাগরিতে শিক্ষার্থীদের মেরিট অ্যাওয়ার্ড, ক্রীড়া পুরস্কার, সাংস্কৃতিক ও সান্তনা পুরস্কার দেয়া হয়।