বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আগুন নিয়ন্ত্রণে আনসার সদস্যদের সাহসী ভূমিকা

ঘটনার পর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনসার সদস্যদের তৎপরতা ও সাহসী ভূমিকার প্রশংসা করেন এবং সবাইকে ধন্যবাদ জানান।

নয়া দিগন্ত অনলাইন
নয়া দিগন্ত

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ‘এ ব্লক’-এর চতুর্থ তলায় আকস্মিকভাবে আগুনের সূত্রপাত ঘটে। তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে আগুন নিয়ন্ত্রণে আনতে আনসার সদস্যদের সাহসী ভূমিকা পালন করতে দেখা যায়।

বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

জানা যায়, অগ্নিকাণ্ডের সময় কর্তব্যরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা আগুন নেভানোর কাজে তাৎক্ষণিকভাবে অংশ নেন। পরে তাদের সাহসী ভূমিকা ও দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অবশেষে ফায়ার সার্ভিসের সহযোগিতায় অগ্নিকাণ্ড সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

এদিকে ঘটনার পর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনসার সদস্যদের তৎপরতা ও সাহসী ভূমিকার প্রশংসা করেন এবং সবাইকে ধন্যবাদ জানান।