সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় উদ্যোগ গ্রহণ করেছে প্রিভেইল ফাউন্ডেশন। তরুণ নেতৃত্বের এই অলাভজনক প্রতিষ্ঠানটি তাদের প্রথম এই প্রকল্প চালু করতে যাচ্ছে।
"ফ্যামিলিজ ফর চিলড্রেন (এফএফসি)" শিরোনামের এই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে আগামী বৃহস্পতিবার উত্তরা ১০ নম্বর সেক্টরের রোড ২২, হাউস ৩৪-এ উদ্বোধন করা হবে। এ অনুষ্ঠানে ১০০ জন শিশুকে একত্রিত করে আনন্দে ভরপুর একটি দিন উপহার দেয়া হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই প্রোগ্রামের অংশ হিসেবে প্রতিটি শিশুকে একটি স্টেশনারি কিট প্রদান করা হবে, যার মধ্যে থাকবে একটি ডায়েরি স্টাইলের খাতা, পেন্সিল, রাবার, শার্পনার, স্কেল এবং একটি জিপার পাউচ — যা অনেক শিশুরই প্রয়োজনীয় হলেও প্রায়ই তাদের নাগালের বাইরে থাকে।
ফাউন্ডেশন জানায়, এই কিটগুলো শিশুদের পড়ালেখা চালিয়ে যাওয়ার এবং কল্পনার জগতে প্রবেশ করার জন্য উৎসাহ ও প্রেরণার প্রতীক।
দিনব্যাপী এই ইভেন্টে সংগীত ও চিত্রকলার সৃজনশীল কর্মশালার পাশাপাশি খাবার পরিবেশনের আয়োজনও থাকবে।
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সুযোগ তৈরির এই মিশনে জনসাধারণকেও অংশগ্রহণের আহ্বান জানিয়েছে ফাউন্ডেশন। অর্থ অনুদান প্রদান করা যাবে বিকাশ মার্চেন্ট নম্বরে: +৮৮০১৩১৬৭৩৬১৪৩, যেখানে ন্যূনতম অনুদান শুরু হচ্ছে ১০০ টাকা থেকে।