তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় আবাসন নির্মাণকারী প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আমিন মোহাম্মদ গ্রুপের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ শোক জানানো হয়।
শোকবার্তায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো: রমজানুল হক নিহাদ বলেন, ‘রাষ্ট্র পরিচালনা ও বহুদলীয় গণতন্ত্রের বিকাশে বেগম খালেদা জিয়ার ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরকাল গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। তার দৃঢ়চেতা, সাহসী ও আপসহীন নেতৃত্ব দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এক অনন্য দৃষ্টান্ত।’
তিনি আরো বলেন, ‘এ মহান নেত্রীর মৃত্যুতে দেশের রাজনীতি ও গণতান্ত্রিক চর্চায় এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো, যা কখনোই পূরণ হবার নয়।’
শোকবার্তায় বেগম খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, রাজনৈতিক সহকর্মীবৃন্দ ও অসংখ্য শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মহান আল্লাহর দরবারে তার বিদেহী রুহের মাগফিরাত কামনা করে আমিন মোহাম্মদ গ্রুপ।



