বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক সেবা প্রতিষ্ঠান নালা। নতুন এ উদ্যোগের আওতায় নালা অ্যাপের মাধ্যমে সহজেই বিভিন্ন দেশে থেকে বাংলাদেশে অর্থ পাঠাতে পারবেন প্রবাসীরা। গত বুধবার (৩০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নালা কর্তৃপক্ষ।
বাংলাদেশে তাৎক্ষণিক ও নিরাপদ লেনদেন নিশ্চিত করতে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) পরিচালনা করা প্রতিষ্ঠানগুলোর সাথে যৌথভাবে কাজ করছে নালা। বর্তমানে ২১টি দেশে নালা অ্যাপের কার্যক্রম চালু আছে, যার মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স ও ইতালি উল্লেখযোগ্য। ফলে দেশগুলো থেকে সহজেই প্রবাসীরা বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নালা একটি মানি ট্রান্সফার অ্যাপ, যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন অঞ্চলের প্রবাসীরা অন্য দেশে অর্থ পাঠাতে পারেন। অ্যাপটি অন্যান্য মানি ট্রান্সফার অ্যাপের তুলনায় বেশি এক্সচেঞ্জ রেট দেওয়ায় প্রবাসীরা লাভবান হন। এ ছাড়া এই অ্যাপের মাধ্যমে অর্থ পাঠাতে কোনো ট্রান্সফার ফি প্রয়োজন হয় না। সহজ ইন্টারফেস হওয়ায় ব্যবহারকারীরা দ্রুত তাঁদের পরিবারের কাছে টাকা পাঠাতে পারেন। প্রতিটি লেনদেন বৈধ ও সুরক্ষিত রাখতে নালা সব সময় নিজস্ব রেগুলেটরি লাইসেন্স মেনে চলে। তাই ব্যবহারকারীদের তথ্য এবং লেনদেন নিরাপদ থাকে। আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা যেকোনো স্মার্টফোনে নালা অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
নালার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেঞ্জামিন ফার্নান্দেজ বলেন, ‘বাংলাদেশে আমরা এ মাস থেকে যাত্রা শুরু করেছি। এর জন্য আমরা গর্বিত ও আনন্দিত। এশিয়ায় আমাদের প্রথম কয়েকটি বাজারের মধ্যে বাংলাদেশ অন্যতম। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপজুড়ে বাংলাদেশিদের অদম্য মনোভাব, পরিশ্রম আমাদের অনুপ্রাণিত করেছে।’