রবি ও এপেক্স ফুটওয়্যার অংশীদারিত্ব গঠন

রবি এলিট হলো রবি আজিয়াটার একটি প্রিমিয়াম লয়্যালটি প্রোগ্রাম। রবি এলিট গ্রাহকদের জন্য বছরজুড়ে থাকে এক্সক্লুসিভ সব লাইফস্টাইল সুবিধা। বিভিন্ন পণ্য ও সেবামূল্যে আকর্ষণীয় ছাড় পান রবি এলিট গ্রাহকরা।

নিজস্ব প্রতিবেদক
রবি ও এপেক্স ফুটওয়্যার অংশীদারিত্ব গঠন
রবি ও এপেক্স ফুটওয়্যার অংশীদারিত্ব গঠন |ছবি : নয়া দিগন্ত

রবি আজিয়াটা পিএলসি তাদের প্রিমিয়াম লয়্যালটি প্রোগ্রাম রবি এলিট-কে আরো শক্তিশালী করতে বাংলাদেশের অন্যতম ব্র্যান্ড এপেক্স ফুটওয়্যার লিমিটেডের সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব গঠন করেছে।

এই অংশীদারিত্বের মাধ্যমে রবি এলিট সদস্যরা এখন এপেক্সের নতুন কালেকশনে বিশেষ ছাড়, এক্সক্লুসিভ ও পার্সোনালাইজড শপিং সুবিধা পাবেন বলে রবি আজিয়াটার পক্ষ থেকে জানানো হয়েছে।

এছাড়াও সদস্যদের জন্য থাকছে ব্যক্তিগতকৃত ও প্রিমিয়াম ইন-স্টোর শপিং অভিজ্ঞতা, যা গ্রাহকের সুবিধা ও সন্তুষ্টি বৃদ্ধিতে সহায়ক হবে জানানো হয়েছে।

সম্প্রতি প্রতিষ্ঠান দু’টির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবির হেড অব মার্কেটিং মো: শওকত কাদের চৌধুরী, ডিরেক্টর (কাস্টমার ভ্যালু সল্যুশনস) মানিক লাল দাস, এপেক্স ফুটওয়্যার লিমিটেডের হেড অব মার্কেটিং মো: রায়হান কবীর, ডেপুটি ম্যানেজার (সিআরএম) মো: তারিকুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, রবি এলিট হলো রবি আজিয়াটার একটি প্রিমিয়াম লয়্যালটি প্রোগ্রাম। রবি এলিট গ্রাহকদের জন্য বছরজুড়ে থাকে এক্সক্লুসিভ সব লাইফস্টাইল সুবিধা। বিভিন্ন পণ্য ও সেবামূল্যে আকর্ষণীয় ছাড় পান রবি এলিট গ্রাহকরা।