রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি প্রথমবারের মতো পঞ্জিকাবর্ষে ফরেন রেমিট্যান্স সংগ্রহে ১ বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক অর্জন করেছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) এ সাফল্যকে স্মরণীয় করে রাখতে দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম সংশ্লিষ্ট সবাইকে সাথে নিয়ে কেক কেটে সাফল্য উদযাপন করেন।
প্রবাসীদের আস্থা, যুগোপযোগী রেমিট্যান্স সেবা, অংশীগণের আস্থা ও সর্বোপরি রেমিট্যান্স সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার কারণে এ সাফল্য অর্জিত হয়েছে বলে ব্যবস্থাপনা পরিচালক উল্লেখ করেন।
অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো: হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো: ইসমাইল হোসেন শেখ, মোহাম্মদ সাফায়েত হোসেন, সালামুন নেছা, মো: মনিরুল হক, মহাব্যবস্থাপক ও চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো: অহিদুল ইসলাম সরকার ও রেমিট্যান্স বিভাগের প্রধান এ কে এম জাকির হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।- বিজ্ঞপ্তি